পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে - Bangla Hunt

পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে

By Bangla Hunt Desk - January 16, 2023

মালদাঃ কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার আগে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। বাদ যাচ্ছে না কেউই। শাসক দল থেকে শুরু করে সব দলই এখন ব্যস্ত জনসংযোগ বাড়াতে। নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছেন সবাই। এবার পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বড়সড় ভাঙন বিরোধী শিবিরে। সোমবার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের টালবাংরুয়া গ্রামে তৃণমূলের নব-নির্বাচিত অঞ্চল সভাপতি আনোয়ারুল হোসেনের নেতৃত্বে এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে বিজেপি থেকে ৫৫০ এবং কংগ্রেস থেকে ৪০০ জন কর্মী যোগ দিল তৃণমূলে। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান এবং বুলবুল খান, ব্লক সভাপতি তবারক হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।

আরো পড়ুন- শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, কষিয়ে চড় মারলেন অভিনেত্রী

যোগদানকারীদের দাবি তৃণমূলের উন্নয়নে সামিল হতেই তারা যোগদান করলেন। যদিও এই যোগদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি ওই এলাকায় তাদের অতজন কর্মী নেই, তাহলে কিভাবে যোগদান করালো তৃণমূল। কংগ্রেসের কটাক্ষ মানুষ গ্রামে গ্রামে ঝাঁটা পেটা করছে, দুর্নীতি থেকে নজর ঘোরাতে এসব ভুয়ো যোগদান। পাগলে কি না বলে ছাগলে কি না খায় এই ভাষাতেই বিরোধিদের পাল্টা কটাক্ষ করলেন মন্ত্রী তাজমুল হোসেন। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক তরজা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর