নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৭০ - Bangla Hunt

নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৭০

By Bangla Hunt Desk - January 17, 2023

কাঠমান্ডুঃ নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার। রবিবার নেপালের কাঠমান্ডু থেকে পোখারায় (Pokhara International Airport) নামার পথে ইয়েতি এয়ারলায়ন্সের বিমানটি অবতরণের প্রায় ২০ মিনিট আগে ভেঙে পড়ে ৷ দুর্ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত 70টি দেহ পাওয়া গেল, জানিয়েছে নেপাল পুলিশ ৷ বিমানটিতে যাত্রী ছিলেন ৭২ জন ৷

আরো পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে

মুখপাত্র সুদর্শন বারতৌলাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানায়, এটিআর ৭২ ইয়েতি এয়ারলায়ন্স এয়ারক্রাফ্ট (Yeti Airlines flight ATR 72) পুরনো বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে ভেঙে পড়ে ৷ সোমবার ইয়েতি এয়ারলায়ন্সের ভেঙে পড়া বিমানটির ব্ল্যাক বক্স ও ফ্লাইট ডাটা রেকর্ডার খুঁজে পাওয়া যায় ৷ নেপালের সেনাবাহিনী এই ব্ল্যাক বক্স ও রেকর্ডারটি অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষের (Nepal’s Civil Aviation Authority) হাতে তুলে দেয় ৷

বিশ্বের প্রথম ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে ৷ ছোট্ট এই পাহাড়ি দেশে বারে বারেই এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে ৷ সেফটি ম্যাটার্স ফাউন্ডেশনের (Safety Matters Foundation) দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৪৬ সাল থেকে ৪২টি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে ৷ অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের (Annapurna mountain range) প্রবেশপথ পোখারা ৷ তাই পর্যটকদের কাছে এই জায়গাটি জনপ্রিয়৷ এটি ২ হাজার ৭০০ ফুট বা ৮২০ মিটার উচ্চতায় অবস্থিত ৷ মাত্র দু’সপ্তাহ আগে এই পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হয়৷ সেই সময় এই এলাকায় পাখির সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এক বিশেষজ্ঞ৷ এর কাছে দু’টি নদী রয়েছে৷ তাই এখানে বিমানবন্দর তৈরির ফলে বিপদের আশঙ্কা করেছিল বিশেষজ্ঞ মহল ৷

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর