প্রয়াত অভিনেতা তাপস পাল শোকাস্তব্ধ শিল্পীমহল - Bangla Hunt

প্রয়াত অভিনেতা তাপস পাল শোকাস্তব্ধ শিল্পীমহল

By Bangla Hunt Desk - February 25, 2020

প্রয়াত অভিনেতা তাপস পাল। মঙ্গলবার ভোররাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা শিল্পীমহল।
হাসপাতাল সূত্রে খবর গত ১৭ দিন ধরে তিনি মুম্বাইয়ের হরি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ছিলেন। ১ ফেব্রুয়ারি তিনি অসুস্থতার কারণে মুম্বাইয়ের হরি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হন কিন্তু পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারপর তাকে ভেন্টিলেশনে রাখা হয়। অবশেষে গতকাল ভোররাতে ৩টা ৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার মৃত্যুর খবর পাওয়ার পরই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা শিল্পীমহল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর