বর্ধমানে ল্যাংচার দোকানে ২ বিদেশীর মোটা টাকা চুরি!!! - Bangla Hunt

বর্ধমানে ল্যাংচার দোকানে ২ বিদেশীর মোটা টাকা চুরি!!!

By Bangla Hunt Desk - February 25, 2020

তকাল ২৪ ফেব্রুয়ারি সোমবার পূর্ব বর্ধমানের বর্ধমানেরশক্তিগড়ে জাতীয় সড়কের পাশে ঘটনাটি ঘটেছে। দুই বিদেশী বর্ধমানের বিখ্যাত ল্যাংচা কিনতে এসে দু’টি পৃথক ল্যাংচার দোকানে ঢুকে অভাবনীয় কায়দায় মোটা টাকা চুরি করে পালিয়ে গেল।ওই দুই বিদেশি স্থানীয় ২টি দোকান থেকে প্রায় ২৫ হাজার টাকা বেশি চুরি করেছে বলে দোকানদার মিলন মল্লিক ও প্রভাশিষ রায় অভিযোগ করেছেন। তাঁরা বলেছে, ” প্রথমে কিছু বুঝতে পারেনি, রাতে বিক্রির পর টাকা হিসাব করতে গিয়ে আমরা চুরির বিষয়টি বুঝতে পারি”। শক্তিগড় থানায় জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে এসে দোকানের থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে বিদেশী এই দুইচোরের খোঁজে তল্লাশি শুরু করেছে ও ঘটনার তদন্ত চালাচ্ছে ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর