SSKM হাসপাতাল থেকে ছুটি দিল দিব্যাংশুকে! - Bangla Hunt

SSKM হাসপাতাল থেকে ছুটি দিল দিব্যাংশুকে!

By Bangla Hunt Desk - February 27, 2020

গত ১৪ ই ফেব্রুয়ারি পুলকার দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম-এ ভর্তি হয় দিব্যাংশু ও ঋষভ। কিন্তু সেখানে আটদিন ধরে চিকিৎসা চলার পর গত ২২ ফেব্রুয়ারি এসএসকেএমে মৃত্যুর সাথে লড়াই করে হার মানে ছোট্ট ঋষভের।

বৃহস্পতিবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল দিব্যাংশু কে। টানা দুই সপ্তাহ  হাসপাতাল থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে দিব্যাংশু। মা বাবা দিব্যাংশু কে বাড়ি নিয়ে যেতে পেরে খুবই খুশি।

দিব্যাংশু সুস্থ হয়ে ওঠায় রাজ্যবাসী খুশি কিন্তু আফসোস একটাই ছোট্ট ঋষভের বাড়ি ফেরা হলো না । আগামীকাল আবার দিব্যাংশু কে হাসপাতালে নিয়ে আসতে হবে মনোরোগ বিশেষজ্ঞ তার মানসিক অবস্থা পরীক্ষা করবে। দুর্ঘটনার পর তাঁর মনে কোনো ধরনের ভয়-ভীতি কাজ করছে কিনা পরীক্ষা করা হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর