মহিলাদের জরায়ু প্রতিস্থাপনের পরিকল্পনা করছে SSKM হসপিটালে স্ত্রীরোগ বিভাগ - Bangla Hunt

মহিলাদের জরায়ু প্রতিস্থাপনের পরিকল্পনা করছে SSKM হসপিটালে স্ত্রীরোগ বিভাগ

By Bangla Hunt Desk - February 25, 2020

আরো একটি নজির গড়তে চলেছে এসএসকেএম হাসপাতাল।যে সমস্ত মহিলাদের জরায়ু ক্ষতিগ্রস্ত বা কেটে বাদ দেওয়া হয়েছে, যারা মা হতে পারছে না, তাদের জন্যই এই ব্যবস্থা করছে হসপিটাল কতৃপক্ষ। সংশ্লিষ্ট কাজটির জন্য এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের একটি বোর্ড গঠন করেন। সরকার থেকে যদি জরায়ু প্রতিস্থাপনের লাইসেন্স পাওয়া যায়, তাহলে যারা মা হতে পারছেন না, তারা আবার প্রাকৃতিক উপায়ে মা হতে পারবেন।

যদি সরকার SSKM হাসপাতাল কর্তৃপক্ষকে কে জরায়ু প্রতিস্থাপনের লাইসেন্স দেয় তাহলে সারা ভারতবর্ষের সরকারি হাসপাতাল গুলির মধ্যে এটিই হবে প্রথম। এবং জরায়ু প্রতিস্থাপনটিও হবে সর্বপ্রথম। এর জন্য ডাক্তারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা ও পরিকাঠামো তৈরি করা হয়েছে। SSKM কর্তৃপক্ষ সকলেই উৎসাহিত যে তারাই লাইসেন্সটি পাবেন এবং সফলভাবে জরায়ু প্রতিস্থাপন করতে পারবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর