কলকাতায় এল মানব যন্ত্র সোফিয়া। দেদার আড্ডা মারল পড়ুয়াদের সঙ্গে..... - Bangla Hunt

কলকাতায় এল মানব যন্ত্র সোফিয়া। দেদার আড্ডা মারল পড়ুয়াদের সঙ্গে…..

By Bangla Hunt Desk - February 25, 2020

কোলকাতায় এল মানব যন্ত্র সোফিয়া, জয় করলেন কোলকাতাবাসীর মন। দেদার আড্ডা মারলেন পড়ুয়াদের সঙ্গে। অকপটে উত্তর দিলেন সব প্রশ্নের। সোফিয়া যন্ত্র হলেও অবিকল দেখতে মানুষের মত। পড়নে ছিল লাল পারের শাড়ি, লাল ব্লাউজ। এই সোফিয়ার ভেলকি দেখে কলকাতাবাসী আজ অবাক।
রোবট সোফিয়ার জন্ম ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি। হংকং-এর হ্যানসন রোবোটিক্স-এর ল্যাবে তাকে অ্যাক্টিভেট করেছিলেন তার জন্মদাতা রোবোটিক্স বিজ্ঞানী ডেভিড হ্যানসন।
রোবট সোফিয়ার জন্ম হংকং হলেও বছরের বেশিরভাগ সময়ই তার কাটে লস অ্যাঞ্জেলেসে। আর সে নাগরিক হল সৌদি আরবের।ভাবছেন কি করে সম্ভব? যে সৌদি আরবে কয়েক বছর আগে অব্দি সেভাবে মহিলাদের অধিকারই ছিল না সেই সৌদি আরবই বছর দেড়েক আগে নাগরিকত্ব দেয় রোবট সোফিয়াকে।সম্প্রতি একটি অনুষ্ঠানে কলকাতায় পা রাখে রোবট সোফিয়া।
এই রোবট কন্যা জানায় ভবিষ্যতে সে এক পরিবার তৈরির স্বপ্ন দেখে। সে তৈরি করতে চায় হিউম্যানয়েড রোবোটিক্স পরিবার। কম্পিউটারের ভাইরাস ছাড়া তাকে কেউই কাবু করতে পারবেন না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর