হালিশহর ৫ নম্বর ওয়ার্ডের পবনতলা অঞ্চলের জল নিষ্কাশনের বেহাল দশা - Bangla Hunt

হালিশহর ৫ নম্বর ওয়ার্ডের পবনতলা অঞ্চলের জল নিষ্কাশনের বেহাল দশা

By Bangla Hunt Desk - February 25, 2020

রাস্তা না পুকুর দেখে বোঝাই দায়। দীর্ঘদিন ধরেই হালিশহর ৫ নম্বর ওয়ার্ডের পবনতলা অঞ্চলে ড্রেনের নোংরা জল উপচে রাস্তায় জমা হচ্ছে। ওই ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ ওই অঞ্চলের ড্রেনের নোংরা জল নিষ্কাশনের ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সমস্যায় ভুগছেন।
ওই এলাকার সাধারণ মানুষের অভিযোগ ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনানী চক্রবর্তীকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। এলাকার মানুষের আরও অভিযোগ ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বনানী চক্রবর্তী কে এলাকায় উন্নয়নের কোন কাজই পাওয়া যায় না। এদিকে ড্রেনের নোংরা জলের পঁচা গন্ধে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত। দীর্ঘদিন ধরে এই নোংরা জল জমে থাকার ফলে আশেপাশের মানুষজনের নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ এখন শীতকাল বৃষ্টি নেই কিন্তু একটু বৃষ্টি হলেই এখানে হাঁটু পর্যন্ত জল জমে যায়। এলাকার মানুষ বলেন কাউন্সিলারকে বারবার বলেও কোন কাজ না হয় আমরা লিখিতভাবে হালিশহর পৌরসভকে জানিয়েছি এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর