Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি - Bangla Hunt

Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি

By Bangla Hunt Desk - December 30, 2022

শুক্রবার সকালে দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant Accident)। তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই তাঁর গাড়িতে আগুন লেগে যায়। তাঁকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেন, স্থানীয় এক চালক। তিনিই জানিয়েছেন যে, ভারতীয় ক্রিকেটার নিরাপদে আগুন লেগে যাওয়া গাড়ি থেকে বের হয়ে এসেছিলেন। ২৫ বছরের তারকা সৌভাগ্যবশত বিশাল বড় কোনও চোটের আঘাত থেকে রক্ষা পান। বর্তমানে তিনি দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, পন্ত নিজেই গাড়ি চালিয়ে উত্তরাখণ্ডে বাড়ি ফিরেছিলেন। সেই সময়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। যার ফলে তাঁর মার্সিডিজ দ্রুত গতিতে ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই আগুন ধরে যায় গাড়িতে। প্রাথমিক ভাবে পন্থকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পন্থের মাথায় এবং পিঠে চোট লেগেছে। অস্ত্রোপচার করতে হবে বলে জানা গিয়েছে। সক্ষম হাসপাতালের চিকিৎসক সুশীল নগর জানিয়েছেন যে, পন্থের অবস্থা স্থিতিশীল। প্রথমে রুরকির হাসপাতালে ভর্তি করানো হয় পন্থকে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় দেহরাদূনের একটি হাসপাতালে। তবে তাঁকে দিল্লির হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উত্তরাখণ্ড সরকার পন্থের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর