সরকারের দেওয়া জমি গ্রহণ করল সুন্নি বোর্ড, অযোধ্যায় মসজিদের পাশাপাশি তৈরি হতে পারে হাসপাতাল - Bangla Hunt

সরকারের দেওয়া জমি গ্রহণ করল সুন্নি বোর্ড, অযোধ্যায় মসজিদের পাশাপাশি তৈরি হতে পারে হাসপাতাল

By Bangla Hunt Desk - February 25, 2020

সুপ্রিম কোর্ট ২০১৯ সালের ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণা করে । মামলার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রায়ের দীর্ঘ প্রতিলিপি পড়ে জানান, অযোধ্যার বিতর্কিত জমি যাবে রাম জন্মভূমি অধীনে থাকবে।সুন্নি ওয়াকফ বোর্ডকে শীর্ষ আদালত মসজিদ তৈরির জন্য বিকল্প ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেয় উত্তর প্রদেশ সরকারকে।

আজ লখনউতে সুন্নি ওয়াকফ বোর্ডের (S.C.W.B ) বৈঠক ছিল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রের দেওয়া জমি গ্রহণ হবে। বোর্ডের চেয়ারম্যান জানায়, “বোর্ড মিটিংয়ে উত্তরপ্রদেশ সরকারের দেওয়া পাঁচ একর জমি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

সুন্নি ওয়াকফ বোর্ড জানায় , মসজিদটি ঠিক কত বড় হবে, এখনো তা ঠিক হয়নি, ঠিক করা হবে পরিস্থিতি বুঝে। সরকারের দেওয়া ওই পাঁচ একর জমিতে শুধু মসজিদ তৈরি হবে না। ওখানে আরো একটি ইন্দো-ইসলামিক গবেষণাকেন্দ্র, একটি লাইব্রেরি ও একটি কেন্দ্রীয় পাঠাগার তৈরি করা হবে । তাছাড়া, ওই জমিটিতে একটি হাসপাতাল তৈরীর ভাবনা-চিন্তা চলছে। এই জমিটি আরো কোনো সমাজসেবামূলক কাজে ব্যবহার করা যায় কিনা, সেটা নিয়েও বোর্ড এ আলোচনা করা হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর