বীজপুরের বালিভাড়া অঞ্চলে পুকুর বুঝিয়ে রাস্তা তৈরি সরব এলাকাবাসী - Bangla Hunt

বীজপুরের বালিভাড়া অঞ্চলে পুকুর বুঝিয়ে রাস্তা তৈরি সরব এলাকাবাসী

By Bangla Hunt Desk - February 25, 2020

ফের পুকুর ভরাটের অভিযোগ উঠল। বীজপুর থানার অন্তর্গত বালিভাড়া গ্রামে, পুকুরের দিকের বেশ কিছুটা অংশ ভরাট করে পাঁচিল তুলে রাস্তা তৈরি করা হয়েছে বলে অভিযোগ।
জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর সংসদের ৫৬ নম্বর অংশে ভুবন সংঘের কাছে একটি পুকুরের বেশ কিছুটা অংশ ভরাট করে পাঁচিল তুলে গার্ডওয়াল করে রাস্তা তৈরি করা হয়েছে। এই জমিটির বর্তমান মালিক হলেন বিপ্লব সিংহ। স্থানীয় মানুষের অভিযোগ বিপ্লব বাবু পুকুরের বেশ কিছুটা অংশ ভরাট করে গার্ডওয়াল দিয়ে রাস্তা তৈরি করেছে। স্থানীয় মানুষের আরো অভিযোগ টাকার বিনিময় প্রশাসন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে জমি মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে বিপ্লববাবু ওই জমি ভরাট করছেন। কারণ ওই পুকুরের পিছনে অনেকটা জমি রয়েছে, যাতে ওই জমির ভালো দাম পাওয়া যায় সেই কারণেই বিপ্লব বাবু জমি মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে পুকুরের কিছুটা অংশ ভরাট করে গার্ডওয়াল দিয়ে রাস্তা তৈরি করেছেন।
বেআইনি এই পুকুর ভরাটের বিরুদ্ধে স্থানীয় মানুষ প্রতিবাদ করেছেন। স্থানীয় মানুষজন জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ব্যারাকপুর ১ – বি.এল.আর.ও অফিসের লিখিতভাবে অভিযোগ করে পুরো বিষয়টি জানিয়েছেন। এমনকি দিদিকে বলতো ফোন করো তারা পুরো বিষয়টি জানিয়েছেন। তবুও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয় মানুষের অভিযোগ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর