নির্ভয়া কাণ্ডের দোষীদের ফের মৃত্যু পরোয়ানা জারি ৩ মার্চ ৪ দোষীর ফাঁসি - Bangla Hunt

নির্ভয়া কাণ্ডের দোষীদের ফের মৃত্যু পরোয়ানা জারি ৩ মার্চ ৪ দোষীর ফাঁসি

By Bangla Hunt Desk - February 25, 2020

নির্ভয়া কাণ্ডের দোষীর ফের মৃত্যুপরোয়ানা জারি করল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আগামী ৩ মার্চ সকাল ৬ টায় দোষীদের ফাঁসিতে ঝোলানো নির্দেশ দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট।
এদিন মৃত্যু পরোয়ানা জারি করেন অতিরিক্ত সেশন জর্জ ধর্মেন্দ্র রানা। আসামি মুকেশ সিংয়ের এক আবেদনের পর ওই রায় দেন বিচারক।
এদিন আদালতের এই রায়ের পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নির্ভয় মা আশা দেবী। তার কথায় “অনেকদিন ধরেই লড়াই করছি। দেরিতে হলেও সুবিচার পেয়েছি, আমরা খুশি”। তবে মক্কেলদের বাঁচানোর আশা ছাড়ছেন না দোষীদের আইনজীবী পাবন গুপ্তা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর