Municipal Election: ২২ জানুয়ারি সম্ভবত হচ্ছে না পুরভোট: সূত্র - Bangla Hunt

Municipal Election: ২২ জানুয়ারি সম্ভবত হচ্ছে না পুরভোট: সূত্র

By Bangla Hunt Desk - January 14, 2022

কোভিড পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়া উচিৎ। এমন দাবি বারবার জানানো হয়েছে বিরোধীদের তরফে। এই ইস্যুতে মামলাও হয় হাইকোর্টে। সেই মামলাতেই পুরসভা ভোট হবে কিনা তা ৪৮ ঘণ্টার সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর তা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকেই। আর এই নির্দেশ সামনে আসার পরেই রাজ্য নির্বাচন কমিশন বৈঠকে বসে। আলোচনা হয় শাসক দলের অন্দরেও। অন্যদিকে নবান্নেও শুরু হয় আলোচনা। আর সেখানেই কার্যত হাইকোর্টের পরামর্শ মনে ভোট পিছিয়ে দেওয়ার কথাই শোনা যাচ্ছে। অন্তুত দু’সপ্তাহ পুরভোট পিছিয়ে দেওয়ার পক্ষে রাজ্য প্রশাসনের একাংশ।

আরো পড়ুন- Guwahati Bikaner Express: দুর্ঘটনার সময় কি হয়েছিল, সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন চালক

এদিকে পুরভোটের ক্ষেত্রে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারই। সেই সিদ্ধান্তে মেনে ভোটের দিনক্ষণ ঘোষণা-সহ বাকি কাজগুলি করে কমিশন। হাইকোর্টের রায়ের পর, আগামিকাল শনিবার মুখ্যসচিবের হরেকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসছেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেই বৈঠকে পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানা যাচ্ছে।

আরো পড়ুন- Philippines BrahMos: ভারত থেকে ব্রহ্মস মিসাইল কেনার অনুমোদন দিল ফিলিপাইনস

তবে এখনও পর্যন্ত যা আলোচনা তাতে জানা যাচ্ছে সম্ভবত ২২ জানুয়ারি ভোট হচ্ছে না। আর তা হলে ফেব্রুয়ারিতেই হবে। যদিও ফেব্রুয়ারি মাসে কবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও রাজ্য নির্বাচন কমিশন চাইছে পরিস্থিতি ঠিক থাকলে ১০ ফেব্রুয়ারির পরেই চার পুরসভার ভোট হোক। যদিও নিয়ম অনুসারে পুরভোটের করার ক্ষেত্রে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর