ইস্তফা দিলেন মালয়েশিয়ার প্রবীণ রাজনীতিবিদ তথা প্রধানমন্ত্রী মহাথির বিন মোহাম্মদ - Bangla Hunt

ইস্তফা দিলেন মালয়েশিয়ার প্রবীণ রাজনীতিবিদ তথা প্রধানমন্ত্রী মহাথির বিন মোহাম্মদ

By Bangla Hunt Desk - February 25, 2020

আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির বিন মহম্মদ ইস্তফা দিলেন, তিনি বিশ্বের প্রবীণতম রাজনীতিবিদ ,তার বয়স্ ৯৪ বছর।মহাথির মহম্মদ দলের নাম বারসাতু এবং তিনি এই দলের চেয়ারম্যান। ভারতীয় রাজনীতির মতো মালয়েশিয়ার রাজনীতিতেও জোট সরকার গঠিত হয়।২০১৮ সালে মহাথির মহম্মদ ও আনোয়ার ইব্রাহিমের জোট ক্ষমতায় আসেএবং মহাথির মহম্মদ সরকারের প্রধানমন্ত্রী হন। কিন্তু সোমবার হঠাৎ তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন। তার এই পদত্যাগে মালয়েশিয়ার রাজনৈতিক মহলে হইচই ফেলে দিয়েছে। এই খবর প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ইস্তফার নিশ্চিত করা হলেও এবিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সরকার গঠনের পর ঠিক হয়, আনোয়ারকেই পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে। কিন্তু কবে করা হবে, সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা ছিল না।

আনোয়ার মহাথির বিন মহম্মদ ও তাঁর দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে নতুন সরকার গঠনের পরিকল্পনা করেছিলেন । সূত্র থেকে জানা যায়, মহাথিরকে বাদ দিয়ে সরকার গঠনের ছক কষেছিলেন আনোয়ার । আনোয়ার জোট সরকার গড়তে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের নিয়ে রবিবার কুয়ালালামপুরে একাধিক বৈঠক বসেন । তার ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন বারসাতু দলের প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ।

দীর্ঘদিন ধরে নানা বিষয়ে মহাথির মহম্মদ ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে মতভেদ চলছিলো ।আজ টা প্রকাশ্যে আসলো।প্রধানমন্ত্রী মহাথিরের ইস্তফায় মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হয়!এবং মালয়েশিয়ার কোন দিকে মোড় নেয় সেই বিষয়ে সবার নজর।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর