এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু ১৮ ফেব্রুয়ারির, মঙ্গলবার থেকে - Bangla Hunt

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু ১৮ ফেব্রুয়ারির, মঙ্গলবার থেকে

By Bangla Hunt Desk - February 25, 2020

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে রাজ্যের সবক’টি জেলা জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষায় বিশেষ নিয়মের কথা জানানো হয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের উপর বিশেষ নজরদারি করা। কারণ সমস্ত মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যেকোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। তাছাড়া সমস্ত পরীক্ষা কেন্দ্র গুলির বাইরে থাকছে ১৪৪ ধারা।

কবে কী কী পরীক্ষা?

১৮/২/২০ (মঙ্গলবার) প্রথম ভাষা
১৯/২/২০ (বুধবার) দ্বিতীয় ভাষা
২০/২/২০ (বৃহস্পতিবার) ভূগোল
২২/ ২/২০ (শনিবার) ইতিহাস
২৪/২/২০ (সোমবার) অঙ্ক
২৫/২/২০ (মঙ্গলবার) ভৌত বিজ্ঞান
২৬/২/২০ (বুধবার) জীবন বিজ্ঞান
২৭/২/২০ ( বৃহস্পতিবার) ঐচ্ছিক বিষয়

টানা আট দিন ধরে চলবে মাধ্যমিক পরীক্ষা। একমাত্র ইতিহাস পরীক্ষার আগে একদিন ছুটি থাকবে বলে জানিয়েছে পর্ষদ। এবছর সোমবার রাখা হয়েছে অংঙ্ক পরীক্ষা, এর ফলে রবিবার শেষপ্রহরের প্রস্তুতি নিতে পারবে ছাত্রছাত্রীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর