কল্যাণীতে নির্মীয়মাণ হাসপাতালের পাশে শ্রমিক কোয়ার্টারে ভয়াবহ আগুন - Bangla Hunt

কল্যাণীতে নির্মীয়মাণ হাসপাতালের পাশে শ্রমিক কোয়ার্টারে ভয়াবহ আগুন

By Bangla Hunt Desk - February 25, 2020

সোমবার সকাল ১১ টা নাগাদ ভয়াবহ আগুন লাগে কল্যাণী নির্মীয়মান এইমস হাসপাতালের পাশে শ্রমিকদের কোয়ার্টারে। এই আগুন লাগা কে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রথমে শ্রমিকদের একটি ঘরে আগুন লাগে তারপরে মুহূর্তে সে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন শ্রমিক, তাকে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী জে-এন-এম হাসপাতলে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী, প্রথমে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে, পরে আর একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশও। তবে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে শর্টসার্কিট কিংবা গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর