মানুষ কি এতই অমানবিক! পায়ে দরি বেঁধে বৃদ্ধা ঘোড়াকে ফেলে দিল রাস্তার পাশে... - Bangla Hunt

মানুষ কি এতই অমানবিক! পায়ে দরি বেঁধে বৃদ্ধা ঘোড়াকে ফেলে দিল রাস্তার পাশে…

By Bangla Hunt Desk - February 25, 2020

ঘটনাটি ঘটেছে ১ ফেব্রুয়ারি বিকন্সফিল্ডে একটি রাস্তার ধারের মাঠের মধ্যে এক ব্যক্তি ঘোড়াটিকে পড়ে থাকতে দেখে । ওই ব্যক্তি ঘোড়াটির দু’পা বাঁধা অবস্থায় দেখতে পায়। ঘোড়াটির শরীর কঙ্কালসার । কিন্তু তখন ঘোড়াটির শরীরে কোনো প্রাণের স্পন্দন ছিল না। ঘোড়াটি ক্ষুধা-তৃষ্ণায় ছটফট করতে করতে সেটি মৃত্যুর কোলে ঢোলে পড়ছে। পশুপ্রেমী সংগঠনকে ওই ব্যক্তি খবর দেন।

এই অমানবিক ঘটনার তদন্ত শুরু করেছে সরকারি ‘রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন ফর দ্য প্রিভেনশন অফ ক্রয়েলটি টু অ্যানিম্যাল'(RSFPCA)। যারা এই বৃদ্ধা ঘোড়াটিকে পায়ে দরি বাঁধা অবস্থায় ফেলে দিয়ে গিয়েছে তাদের সমালোচনা করা হয়েছে।

এই ধরনের প্রাণীদের রক্ষায় পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনগুলি এগিয়ে এলেও তাদের অর্থের অভাবে ঠিকমতো সেই কাজ হচ্ছে না। ব্রিটেনে এই ধরনের ঘটনা নতুন কিছু না মাঝে মাঝে ঘটতে দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে প্রাণী গুলি অনহারে মৃত্যুর কোলে ঢোলে প

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর