ED হেফাজতে অনুব্রতর একমাত্র মেয়ে সুকন্যার প্রথম রাত! কী কী ছিল মেনুতে? - Bangla Hunt

ED হেফাজতে অনুব্রতর একমাত্র মেয়ে সুকন্যার প্রথম রাত! কী কী ছিল মেনুতে?

By Bangla Hunt Desk - April 27, 2023

বাবা আর মেয়ে দুজনেই এবার হলেন গ্রেফতার। তবে দুজন এখন দুই রাজ্যে। গরু পাচার মামলায় বাবা অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার ৮ মাস পর গ্রেফতার হলেন মেয়ে সুকন্যা মণ্ডল।

বাবার পর এবার গ্রেফতার হলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। গরু পাচার
(Cow Smuggling) মামলায় অনুব্রতর (Anubrata Mondal) পর এবার ইডির স্ক্যানারে (ED) মেয়ে। ৫ দিনের হেফাজতে (ED Custody) রাখা হবে তাঁকে। গতকাল রাতে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। সুকন্যার কাল প্রথম রাত ছিল ইডি অফিসে। কী দেওয়া হলো তাঁকে খেতে? স্বাস্থ্য পরীক্ষার পর (Health checkup) রাত প্রায় ন’টা নাগাদ ইডি অফিসে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গিয়েছে যে ডিনারে খেয়েছিলেন রুটি,সবজি ও স্যুপ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর