খুনের মামলায় ১৪ বছর জেলে থেকেও ডাক্তার হলো কর্নাটকের সুভাষ! - Bangla Hunt

খুনের মামলায় ১৪ বছর জেলে থেকেও ডাক্তার হলো কর্নাটকের সুভাষ!

By Bangla Hunt Desk - February 25, 2020

কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয় আর চেষ্টা থাকলে সফল হয়, সে যতই প্রতিবন্ধকতাই থাকুক না কেনো। তাই করে দেখালো কর্নাটকের সুভাষ পালিত।

সুভাষ পালিত কর্নাটকের আফজালপুরার বাসিন্দা।
সুভাষের ছোট থেকেই স্বপ্ন ছিল সে বড় হয়ে ডাক্তার হবে। ১৯৯৭ সালে সে এমবিবিএস পড়া শুরু করে। কিন্তু ২০০২ সালে যখন সে এমবিবিএস এর থার্ড ইয়ারের ছাত্র তখন তার জীবনে অন্ধকার নেমে আসে। সুভাষ কে একটি খুনের মামলায় গ্রেপ্তার করা হয়।

তার নামে অভিযোগ সত্যি প্রমাণিত হলে ২০০৬ সালে তাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। জেলে তার ভালো আচার-আচরণের জন্য ২০১৬ এর স্বাধীনতা দিবসের দিন তাকে মুক্তি দেয়া হয়।জেল থেকে ছাড়া পেয়ে সে পুনরায় কলেজ জয়েন করে।

জেলে থাকাকালীন সুভাষ জেলের হাসপাতালের আউটডোরে কাজ করা শুরু করেন এবং ডাক্তারি পড়াশোনা চালিয়ে যান। তার পাশাপাশি তিনি মুক্ত বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন।
অবশেষে ২০১৯ সালে সুবাস পালিত এমবিবিএস পাশ করেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর