CAA নিয়ে সংঘর্ষের জেরে মৃত্যুর মিছিল অব্যাহত দিল্লিতে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ -এ - Bangla Hunt

CAA নিয়ে সংঘর্ষের জেরে মৃত্যুর মিছিল অব্যাহত দিল্লিতে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ -এ

By Bangla Hunt Desk - February 27, 2020

দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। CAA সমর্থনকারী ও বিরোধীদের সংঘর্ষের জেরে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ -এ। আর আহতের সংখ্যাও প্রচুর। আহতরা অনেকেই দিল্লির বিভিন্ন হাসপাতাল গুলোতে ভর্তি আছেন। হাসপাতাল গুলি সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবারও এক ধাক্কায় ৭ জনের জনের মৃত্যু হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে সকলকে শান্তি বজায় রাখার আবেদন করেছেন। জানা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও অশান্ত এলাকাগুলো পরিদর্শন করবেন। বুধবার রাত থেকে এখনো পর্যন্ত কোনো অশান্তির ঘটনা ঘটেনি। দিল্লি সরকার ইতিমধ্যেই নিহত ও আহতদের আর্থিক ক্ষতি পূরণের কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে নিহতদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। এবং বাইরে থেকে যাতে কেউ ঢুকে আবার পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর