BreakingNews: ডিএ বাড়ছে না সরকারি কর্মচারীদের! জানাল কেন্দ্র - Bangla Hunt

BreakingNews: ডিএ বাড়ছে না সরকারি কর্মচারীদের! জানাল কেন্দ্র

By Bangla Hunt Desk - April 23, 2020

দেশজুড়ে করোনাভাইরাস সঙ্কটের জেরে এবার সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। বুধবারই কেন্দ্রীয় ক্যাবিনেটের তরফের লকডাউন পরিস্থিতিতে চলতি বছরে ডিএ বৃদ্ধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী তিন মাস পর্যন্ত বাড়বে না ডিএ। দেশজুড়ে লকডাউন চালায় খরচে কাটছাঁট করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

দেশজুড়ে লকডাউন চলায় সমস্ত ব্যবসা বন্ধ, কলকারখানা বন্ধ। এতে সরকারি রাজকোষের চাপ বেড়েছে। সরকারি করের থেকে আয়ও অনেকাংশে কমে গিয়েছে। উল্টে বিভিন্ন খাতে খরচের বোঝা আরও বেড়ে গেছে। তাই খরচে কাটছাঁট করতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে মার্চ মাসে ৪ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ২১ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রক। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের জেড়ে দেশজুড়ে লকডাউন চলায় সেই মহার্ঘ ভাতা বৃদ্ধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সেই ডিএ আগামী তিন মাসের জন্য বৃদ্ধি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর