BREAKING NEWS, রবিবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ - Bangla Hunt

BREAKING NEWS, রবিবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

By Bangla Hunt Desk - March 22, 2020

দেশে করোনা আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে। পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। এই মুহুর্তে পাওয়া খবর অনুযায়ী দেশে করন আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫০ এর কাছাকাছি। এই পরিস্থিতিতে সব ধরনের যাত্রীবাহী ট্রেন বাতিল করে দিল। আগামী ২২ মার্চ অর্থাৎ রবিবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত কোনো যাত্রীবাহী ট্রেন চলবে না কেবলমাত্র মালগাড়ি যাতায়াত করতে পারবে।

রবিবার ২২ মার্চ প্রধানমন্ত্রীর পরামর্শে দেশজুড়ে জনতা কার্ফু চলছে। এদিন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। এইজন্য সমস্ত যানবাহন চলাচল, রেল চলাচল প্রায় বন্ধ রয়েছে।

ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১৮ জন। আগেই রেলে তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত কোনো যাত্রীবাহী ট্রেন যাতায়াত করবে না। আর মেল ও এক্সপ্রেস ট্রেন গুলি ভোর ৪টে নাগাদ যেখানে পৌঁছাবে সেখানেই দাঁড়িয়ে থাকবে সেই মতো রাতেই একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়। এরপর জানা গেল আগামী ৩১ মার্চ পর্যন্ত আর কোনো যাত্রীবাহী ট্রেন চলবে না কেবলমাত্র মালগাড়ি যাতায়াত করবে।

রবিবার সকালে দেশের গুরুত্বপূর্ণ স্টেশন গুলির যে চিত্র দেখা গিয়েছে তাতে দেখা যাচ্ছে অধিকাংশ স্টেশন চত্বরই প্রায় ফাঁকা। ধু ধু করছে স্টেশন। তবে দিল্লি স্টেশনে বেশ কিছু যাত্রী দেখা গেলও ট্রেন বাতিল হওয়ার কারণে সমস্যায় পড়েছেন তারা। অধিকাংশ যাত্রী তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর