Breaking : মালদহে বাজির দোকানে ভয়াবহ আগুন! ঝলসে মৃত্যু ১ - Bangla Hunt

Breaking : মালদহে বাজির দোকানে ভয়াবহ আগুন! ঝলসে মৃত্যু ১

By Bangla Hunt Desk - May 23, 2023

মালদা,২৩ মে : মালদহে বাজির দোকানে ভয়াবহ আগুন! মঙ্গলবার ইংরেজবাজার পুরসভার অধীন নেতাজি মার্কেটে বাজির দোকানে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই চারটি দোকান। মৃত এক। মঙ্গলবার ভোরে কার্বাইড ড্রাম নামানোর সময় ঘটে বিস্ফোরণ বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে যায় বাজির গোডাউনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।

জানা গিয়েছে, যেখানে আগুন লাগে, সেটি একটি মার্কেট। একসঙ্গে গায়ে গায়ে প্রচুর দোকান। এখানে তিনটি বাজির দোকানও রয়েছে। আবার অন্যদিকে রয়েছে কার্বাইড, অ্যামোনিয়া মজুত করাও। যেহেতু প্রচুর দাহ্য বস্তু এই বাজারে ঠাসা, ফলে কোথা থেকে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন যে মুহূর্তে ভয়াবহ রূপ নেয়, তা বলাই যায়। সকাল ৬টা নাগাদ আগুন লাগে বলে খবর। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। এরপরই মুহূর্তে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে।

আরো পড়ুন- বাবা টোটো চালক! অভাবের সংসারে থেকেই মাধ্যমিকে নজরকাড়া ফল তাপসীর

গোডাউনের ভেতর থেকে এক ব্যক্তির ঝলসানো দেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ঘটনাস্থলে পৌঁছান মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে দমকল কর্মীরা। জানা গিয়েছে মৃত ভ্যানচালকের নাম মঙ্গলু ঋষি (৪৫)।

ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। তবে আরো দেহ দোকানের ভেতরে রয়েছে, বলে আশঙ্কাও করা হচ্ছে। ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে, এই বাজারের বহু দোকান রয়েছে, যারা দমকলের থেকে প্রয়োজনীয় অনুমতি না নিয়েই ব্যবসা করছে। এ নিয়ে ইংরেজবাজার পুরসভার পাশাপাশি পুলিশ ও দমকলের কাছেও জানানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

যদিও এলাকার প্রাক্তন কাউন্সিলর ও জেলার তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডু। তিনি বলেন, “এরকম কোনও অভিযোগ রয়েছে বলে আমার জানা নেই। এখানে সমস্ত ধরনের মানুষ একসঙ্গে ব্যবসা করেন। কী কারণে এই আগুন লাগল পুলিশ তা পরে তদন্ত করে দেখবে। কিন্তু এখন প্রথম কাজ আগুন নিয়ন্ত্রণে আনা ও ব্যবসায়ীদের রক্ষা করা।”

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এখনই মন্তব্য করার কোনও সময় নয়‌। আগে আগুন নিভিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ ও দমকলের কর্মীরা। পরবর্তীতে কী পরিস্থিতিতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেটি পুরসভার পক্ষ থেকেও ময়নাতদন্ত করে দেখা হবে। কোথাও কোনও দোষত্রুটি থাকলে অবশ্যই সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর