BREAKING : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়ালো। আতঙ্কে গোটা দেশ! - Bangla Hunt

BREAKING : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়ালো। আতঙ্কে গোটা দেশ!

By Bangla Hunt Desk - March 31, 2020

তবে কি এবার আশঙ্কা সত্যি হলো। এরপরে কি ভারতে করোনা মহামারী রূপ নেবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
এই মুহূর্তে ভারতে করোনার হটস্পট হলো দিল্লির নিজামুদ্দিনের জমায়েত। মনে করা হচ্ছে দিল্লির নিজামউদ্দিনের সেই জমায়েত থেকেই সারাদেশে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে এই মারণ রোগ করোনা। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬১২। মৃতের সংখ্যা বেড়ে ৪৭। রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের।

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ ছুঁইছুঁই। দিল্লিতে নিজামউদ্দিনের জমায়েতের পর থেকেই দেশে লাফালাফি বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

৫-১৫ই মার্চের মধ্যে দিল্লির নিজামুদ্দিন মসজিদ এর একটি ধর্মীয় অনুষ্ঠানে ২০০০ মানুষের জমায়েত হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিদেশীরা এসেছিল সেই ধর্মীয় অনুষ্ঠানে শামিল হতে। কিন্তু সেখান থেকেই পড়ে অন্তত ৭ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। পরে সেই ৭ জনেরই মৃত্যু হয় বলে জানা যায়। গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানে গিয়েছিল সেই ধর্মীয় সমাবেশে যোগ দিতে। আর সেখান থেকেই দেশের বিভিন্ন রাজ্যে করোনা ছড়িয়ে পড়ছে বলে জানা যায়। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। এমনিতেই দিল্লির নিজামুদ্দিন ঘিঞ্জি এলাকা। ধর্মীয় জমায়েতের সময় ওই এলাকারও স্থানীয় প্রচুর মানুষের জমায়েত ছিল। ইতিমধ্যেই দিল্লি সরকারের পক্ষ থেকে ওই এলাকায় পুলিশ, সিআরপিএফ ও একটি বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়েছে। পুরো এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। এদিকে ওই এলাকার প্রায় ২০০ মানুষকে করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের করোনা পজেটিভ এসেছে।

এদিকে পশ্চিমবঙ্গ থেকেও ৭৩ জন দিল্লির নিজামুদ্দিনের সমাবেশে যোগ দিতে গিয়েছেন। তবে তারা বাড়ি ফিরে আসার পর যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের সব মিলিয়ে সংখ্যাটা ১১৬ জন। এদের সকলকেই কোয়ারান্টিনে রাখা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এদের সবারই করানো পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর