BREAKING: কাঁপার ধানকলে করোনা পজিটিভ রোগীর খোঁজ মিলল - Bangla Hunt

BREAKING: কাঁপার ধানকলে করোনা পজিটিভ রোগীর খোঁজ মিলল

By Bangla Hunt Desk - May 28, 2020

এবার করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল বীজপুর থানার অন্তর্গত কাঁপার ধানকলে। উত্তর ২৪ পরগনার জেলার নৈহাটি বিধানসভার গ্রামীণ এলাকা মাঝিপাড়া-পলাশী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই “ধানকল” অঞ্চল। জানা গেছে এখান থেকে মাছ নিয়ে দিল্লিতে যান ধানকলের ছয় মৎস্যজীবী। কিন্তু লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়েন তারা। সপ্তাহ খানেক আগেই বাড়ি ফেরে তারা। সেখান থেকে ফিরে আসার পর প্রশাসনের তরফে তাদের ধানকল শিশু শিক্ষা কেন্দ্রে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। সেখানেই তাদের সোয়াব টেস্ট করানো হয়। সেই রিপোর্ট আজকে এসে পৌঁছালে তাদের মধ্যে একজনের করোনা পজিটিভ পাওয়া যায়। আর এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। জানা গেছে বিশু বিশ্বাস নামে যে ব্যক্তির রিপোর্টে করোনা পজিটিভ এসেছে তার বাড়ি ধানকলের সারদাপল্লী এলাকায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর