BJMTU তে যোগদান করলো ১৫০ টি মুসলিম পরিবার - Bangla Hunt

BJMTU তে যোগদান করলো ১৫০ টি মুসলিম পরিবার

By Bangla Hunt Desk - July 04, 2020

বাপ্পাই দত্ত :- অসংগঠিত মানুষের পাশে থাকাই হল BJMTU এর মূল লক্ষ্য, তাই লকডাউন থেকে শুরু করে আমফান পর্যন্ত BJMTU এর রাজ্য সভাপতি বাবন ঘোষের নেতৃত্বে সারা বাংলা জুড়ে চলছে একের পর এক অভিনব কর্মসূচি, আজও তা অব্যাহত। ত্রাণ বিতরণ থেকে শুরু করে কখনো আবার ঔষধ বিতরণ, সর্বশেষে বিপদের সময় মানুষের পাশে থাকা ‘বাবান ঘোষের’ নির্দেশ কে সম্মান জানিয়েছেন মজদুর ট্রেড ইউনিয়নের বিভিন্ন জেলার সভাপতিরা, তারই এক দৃষ্টান্তমূলক চিত্র লক্ষ্য করা গেল তমলুক বিধানসভার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকেের সুয়াদিঘী গ্ৰামে। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ৫০টি পরিবারের সদস্যদের হাতে ত্রিপল সহ খাদ্য সামগ্রী তুলে দিলেন তমলুক সাংগঠনিক জেলার BJMTU সভাপতি ‘কাজল আলি’এবং তার সঙ্গে এই সুয়াদিঘী গ্ৰামে ১৫০টি মুসলিম পরিবার BJMTU তে যোগদান করলেন সভাপতি ‘কাজল আলির’ হাত ধরে। মজদুর ট্রেড ইউনিয়নের তমলুক জেলা সভাপতি কাজল আলী বললেন লকডাউন থেকে আনলক পর্যন্ত আমি আমার নিজের জেলায় আমার সাধ্যমতন অসংগঠিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং আগামী দিন তাদের পাশে থাকার জন্য আমি এক কদম এগিয়ে যাব কারণ আমরা জাতীয় দল BJP করি, তাই জাতির উদ্দেশ্যে এগিয়ে থাকায় হলো আমাদের মূল লক্ষ্য। BJMTU রাজ্য সভাপতি ‘বাবান ঘোষ’ পশ্চিমবঙ্গের শ্রমিকদের জন্য এবং তাদের লক্ষ্য স্থির সফলতা লাভ করার জন্য সর্বদাই প্রস্তুত আমরা তার কর্মযজ্ঞের সামিল হয়েছি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর