BigBreaking: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ গোটা উত্তর ভারত, কম্পনের মাত্রা ৬.১ - Bangla Hunt

BigBreaking: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ গোটা উত্তর ভারত, কম্পনের মাত্রা ৬.১

By Bangla Hunt Desk - February 12, 2021

নয়াদিল্লি : শক্তিশালী ভূমিকম্পে কাঁপল উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। শুক্রবার রাত ১০.৩০ মিনিটে আচমকাই কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি সহ বিস্তীর্ণ অঞ্চল। আতঙ্কে বাড়ি ছেড়ে বেড়িয়ে পড়েন সাধারণ মানুষ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল অমৃতসর থেকে ২১ কিমি দূরে। কম্পনের তীব্রতা এতটাই তীব্র ছিল যে সাধারণ মানুষ ভয়ে রাস্তায় নেমে আসেন। উত্তর ভারত ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১ । সেভাবে ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি। উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের বেশ কিছু এলাকায় কম্পন প্রভাব ফেলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে ১০.৩৪ নাগাদ প্রথম কম্পন বোঝা যায়। এই কম্পনের উৎসস্থল তাজাকিস্তান। তাজাকিস্তান-জিনজিয়াং সীমান্তে মাটি থেকে ৯১ কিমি গভীরে কম্পন হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর