শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল - Bangla Hunt

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল

By Bangla Hunt Desk - February 25, 2020

রবিবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবারই আপ স্পষ্ট করেছিলেন যে অন্য কোন রাজ্যের নেতা-নেত্রী বা মুখ্যমন্ত্রীদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না।
ভোটের ফল প্রকাশের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জয়ের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী টুইট করে বলেন “আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে জয়ের অভিনন্দন আশা করি আপনারা দিল্লিবাসীর স্বপ্ন পূরণ করতে পারবেন”।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে কেজরিওয়াল টুইট করে বলেন ” ধন্যবাদ স্যার, দিল্লি কে আন্তর্জাতিক শহর বানাতে কেন্দ্রের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি”। আপ সূত্রে খবর মন্ত্রিসভায় তেমন কোনো রদবদল করছেন না অরবিন্দ কেজরিওয়াল। তবে অতিশি এবং রাঘব চাড্ডা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর