পোল্টির মুরগির মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল সরকার - Bangla Hunt

পোল্টির মুরগির মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল সরকার

By Bangla Hunt Desk - February 25, 2020

অন্ধ্রপ্রদেশে পোল্ট্রির মুরগির মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলো অন্ধ্রপ্রদেশ সরকার। বিগত কয়েকদিনে মুরগির ফার্ম গুলিতে vvnd ভাইরাস পাওয়ার জন্য কয়েক হাজার পোল্ট্রি মুরগি মারা গেছে। ফলে জলের দরে বিক্রি হয়েছে পোল্ট্রি মুরগির মাংস। সাধারণ মানুষও কম দামে মুরগি মাংস পেয়ে জমিয়ে কিনছে । কিন্তু এই ভাইরাসে আক্রান্ত মুরগির মাংস খাওয়া ভীষণই বিপজ্জনক বলে জানিয়েছেন ডাক্তার বাবুরা।
শুধু অন্ধ্রপ্রদেশ নয়, উড়িষ্যাতেও একই সমস্যা দেখা গেছে পোল্ট্রি মুরগির ক্ষেত্রে। উড়িষ্যা সরকার ও চেষ্টা করছে এই প্রতিকূল অবস্থা কাটিয়ে ওঠার।
এদিকে অন্ধ্রপ্রদেশে সরকারের সঙ্গে হাত মিলিয়ে ডাক্তারবাবুরাও রাজ্যের মানুষদের সাবধান করেছেন, এই vvnd ভাইরাসে আক্রান্ত মুরগির মাংস না খাওয়ার জন্য। কারণ এর ফলে হতে পারে মারাত্মক। এই ভাইরাসে আক্রান্ত মুরগির মাংস খেলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অন্ধ্রপ্রদেশ সরকার চাইছেন যে সমস্ত পোল্ট্রির ফার্ম গুলিতে vvnd ভাইরেস ছড়িয়েছে সেই সমস্ত ফার্মের সমস্ত মুরগিকে নিকেশ করতে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর