Russia-Ukraine War: পৃথিবীর যেকোন প্রান্তে আঘাত হানতে সক্ষম! নয়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সারল রাশিয়া - Bangla Hunt

Russia-Ukraine War: পৃথিবীর যেকোন প্রান্তে আঘাত হানতে সক্ষম! নয়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সারল রাশিয়া

By Bangla Hunt Desk - April 21, 2022

মস্কোঃ ইউক্রেনে রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে টানাপোড়েন চলছে (Russia-Ukraine War)। তার মধ্যেই আন্তঃমহাদেশীয় সারমাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (Sarmat Intercontinental Ballistic Missile) সফল পরীক্ষা সারল রাশিয়া। ওই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করতেও সক্ষম বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁর দাবি, এর পর তাদের চোখে চোখ রাখার আগে শত্রুপক্ষকে দু’বার ভাবতে হবে।

আরো পড়ুন- West Bengal Weather Update: কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস! চলবে কতদিন? হাওয়া অফিসের আপডেট

পশ্চিমী বিশ্ব সারমাটকে ‘দ্বিতীয় শয়তান’ এর তকমা দিয়েছে। রাশিয়ার আগামী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে পুতিনের ভাষায় ‘অজেয়’ কিঞ্ঝল এবং আভানগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তাতে এ বার যুক্ত হল সারমাটও।

গত মাসে মস্কো জানিয়েছিল, তারা ইউক্রেনে নির্দিষ্ট লক্ষ্যে প্রথম বার কিঞ্ঝল ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালায়। যা রুশ প্রেসিডেন্টের কথায়, ‘বিশেষ সামরিক অভিযান।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সারমাটের সফল উৎক্ষেপণটি সম্পন্ন হয়েছে উত্তর রাশিয়ার প্লেসেটস্ক কসমোড্রোমে। তাদের দাবি, সারমাট পৃথিবীর যে কোনও লক্ষ্যে নির্ভুল নিশানায় আঘাত হানতে অব্যর্থ। এর ফলে রাশিয়ার পরমাণু অস্ত্রভান্ডার আরও সুসংগঠিত হল বলেও মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে। ২০০ টন ওজনের এই ক্ষেপণাস্ত্রকে ধরতে পারবে না কোনও রেডার বলেও দাবি করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর