গোষ্ঠমেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, মেলা বন্ধের নির্দেশ দিল প্রশাসন - Bangla Hunt

গোষ্ঠমেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, মেলা বন্ধের নির্দেশ দিল প্রশাসন

By Bangla Hunt Desk - April 21, 2022

নিউজ ডেক্সঃ গোষ্ঠমেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক শিশু, মহিলা ও পুরুষ। জ্বর ও বমির পাশাপাশি ডায়েরিয়ার প্রাথমিক উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েক জন মানুষ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা। হাসপাতালের তরফে জানানো হয়েছে ফুড পয়েজনিং-এর জেরেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন- Sri Lanka: শুধু চিনের ঋণের বোঝা কাল নয়! শ্রীলংকার দেউলিয়া হওয়ার নেপথ্যে রয়েছে আরো বহু কারণ

স্থানীয় সূত্রে খবর, বৈশাখের শুরু থেকেই মন্দিরবাজারের কাদিপুকুরে ঐতিহ্য মেনে গোষ্ঠমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরও সেই মেলা বসেছিল। সেই মেলাতে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ল শতাধিকেরও বেশি সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দির বাজার ব্লকের সরদানা, চণ্ডীপুর, চাঁদপুর সহ বিভিন্ন এলাকার মানুষজন ওই মেলায় এসেছিলেন৷ সেখানে সোমবার রাতেই ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েন ১০০ বেশি সাধারণ মানুষ। বমি, পেট খারাপ সহ একাধিক রোগ নিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন রোগীরা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন৷ আবার বেশ কয়েকজন জয়নগর ও কুলপিতে ভর্তি রয়েছেন৷ পাশাপাশি মন্দির বাজার নায়ারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৩৮ জন ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে অনেক শিশু ও মহিলা রয়েছে৷

অসুস্থদের প্রথমে নাইয়ারহাট এবং মথুরাপুর গ্রামীণ হাসপাতাল-সহ বিভিন্ন বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেলায় বিক্রি হওয়া ফুচকা, চপ ইত্যাদি খেয়েই এই বিপত্তি। এই বিষয়ে মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার বলেন, ‘‘মঙ্গলবার বিকাল থেকেই কাদিপুকুর ও আশেপাশের গ্রামের প্রায় ৩০০ মানুষ  অসুস্থ হয়ে পড়েন। যার মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি। ঘটনার পরেই প্রশাসনের উদ্যোগে অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।’’ পরিস্থিতি খতিয়ে দেখতে ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ প্রশাসনিক কর্তারা নজরদারি চালাচ্ছেন এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মন্দির বাজার থানার পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর