SSC নিয়োগ দুর্নীতি মামলা: ৬০৯ জনের নিয়োগই বেআইনি! কোর্টে বলল তদন্তকারী কমিটি - Bangla Hunt

SSC নিয়োগ দুর্নীতি মামলা: ৬০৯ জনের নিয়োগই বেআইনি! কোর্টে বলল তদন্তকারী কমিটি

By Bangla Hunt Desk - April 11, 2022

এসএসসি-র গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতি হয়েছে। চাকরি পাওয়া ৬০৯ জনের নিয়োগই বেআইনি। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করে এমনটাই জানাল রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তৈরি তদন্তকারী কমেটি।

আরো পড়ুন- ১০০০ কোটি টাকার মাইলস্টোন ছুঁতে চলছে RRR! ১২ দিনে রেকর্ড গড়ল রাজামৌলীর ছবি

সোমবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দেয় তদন্তকারী কমিটি। তাদের রিপোর্ট অনুযায়ী, এসএসসি-র তৎকালীন প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য এবং উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিন্‌হা নিয়োগের ভুয়ো সুপারিশপত্র তৈরি করেছিলেন। তাই তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা দায়ের করা উচিত বলেও আদালতকে জানানো হয়েছে। পাশাপাশি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও এই দুর্নীতিতে সরাসরি যুক্ত বলেই জানিয়েছেন অনুসন্ধান কমিটির সদস্যরা। তদন্তকারীদের দাবি, শান্তিপ্রসাদ ভুয়ো সুপারিশপত্রগুলি কল্যাণময়কে পাঠানোর পর তিনিই নিয়োগপত্র দিতেন। এসএসসি-র তৎকালীন চেয়ারম্যানকে অন্ধকারে রেখেই এই সুপারিশপত্র দেওয়া হত বলেও জানানো হয়েছে।

একই সঙ্গে এসএসসি-র পাঁচ অধিকর্তা সুবীরেশ ভট্টাচার্য, শর্মিলা মিত্র, মহুয়া বিশ্বাস, শুভজিৎ চট্টোপাধ্যায়, শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত বলেও ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিয়ে জানাল বিচারপতি বাগের কমিটি। তবে, প্রাথমিক ভাবে রাজ্য সরকার এই বিষয়ে যুক্ত নেই বলেও কমিটির তরফে জানানো হয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভুয়ো সুপারিশপত্রগুলি শান্তিপ্রসাদ সিনহা নিজে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দিয়েছিলেন। কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগপত্র ছাপার জন্য রাজেশ লায়েক বলে একজন কর্মীকে নির্দেশ দিতেন। এই নিয়োগপত্রগুলি পর্ষদের অফিস থেকে না দিয়ে এসএসসির নবনির্মিত ভবন থেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিচারপতি বাগের কমিটি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর