রোজার উপোসের মাঝেই নাবালিকাকে ধর্ষন! পরিবারকে খুনের হুমকি - Bangla Hunt

রোজার উপোসের মাঝেই নাবালিকাকে ধর্ষন! পরিবারকে খুনের হুমকি

By Bangla Hunt Desk - April 09, 2022

মুখ বেঁধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে তাকে ও তার পরিবাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় হয় বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরো পড়ুন- মগরাহাটে জোড়া খুন! গলা কেটে গুলি করে খুন, গাড়িতে আগুন জনতার

নির্যাতিতা ওই নাবালিকার মায়ের অভিযোগ, রমজান (Ramadan) উপলক্ষে রোজার উপোস রেখেছিল নাবালিকার পরিবার। গত ৩ই এপ্রিল গত ৩ এপ্রিল ভোরে খাওয়া-দাওয়া সেরে বাড়ির বাইরে শৌচালয়ে গিয়েছিল ওই নাবালিকা। সেই সময় কাছেই লুকিয়ে ছিল ওই এলাকারই এক যুবক। আড়াল থেকে বেরিয়ে এসে নাবালিকার হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর মেয়ের চেঁচামেচিতে পরিবারের লোকেরা হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত যুবককে। পরে অভিযুক্ত যুবকের পরিবার জানতে পারে তাদের ছেলেকে আটকে রাখা হয়েছে এরপরই তারা ওই যুবককে কার্যত গায়ের জোর দেখিয়ে নিয়ে চলে যায়। এমনকি নাবালিকার পরিবারকে প্রাণে মারার হুমকি দেন অভিযুক্ত যুবক।

পুরো ঘটনা নিয়ে গত রাতে অভিযুক্তের নামে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেন নাবালিকার মা। অভিযোগ হাতে পেয়ে পুরোও ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নির্যাতিতা ওই নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর