মগরাহাটে জোড়া খুন! গলা কেটে গুলি করে খুন, গাড়িতে আগুন জনতার - Bangla Hunt

মগরাহাটে জোড়া খুন! গলা কেটে গুলি করে খুন, গাড়িতে আগুন জনতার

By Bangla Hunt Desk - April 09, 2022

মগরাহাটে জোড়া খুন। প্রকাশ্যে সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে প্রথমে গুলি করে ও পরে গলা কেটে খুন করল দুষ্কৃতীরা। ঘটনার পরেই অগ্নিগর্ভ এলাকা। পাল্টা কয়েকটি বাড়ি, গাড়ি এবং দোকানে আগুন লাগিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে মগরাহাট থানার বিশাল পুলিশ বাহিনী, ব়্যাফ মোতায়েন করা হয়।

আরো পড়ুন- সাংবাদিককে গ্রেপ্তারির পর মার! হাসপাতালে চেন দিয়ে পা বাঁধা, ছবি ঘিরে বিতর্ক

খুনের পিছনে কী কারণ রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিস। নিহত সিভিক ভলেন্টিয়ারের দাদা জানিয়েছেন তার ভাই শনিবার সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আসেন তারপরে কী হয়েছে তা তারা জানেননা।

স্থানীয় সূ্ত্রে খবর, বেশ কিছুদিন আগে ইমারতি সামগ্রী কেনার জন্য স্থানীয় ব্যবসায়ী জানে আলম মোল্লাকে টাকা দিয়েছিলেন মলয় মাখাল (২৭)। অভিযোগ, এর পর দীর্ঘদিন কেটে গেলেও ইমারতি দ্রব্য মেলেনি। টাকা চাইলেও ফেরত দেয়নি জানে আলম মোল্লা। এদিন টাকা ফেরত দেবেন বলে মলয়কে ডেকে পাঠান জানে আলম মোল্লা। মলয়ের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তীও।

বরুণ ও মলয় আসতেই তাঁদের নিজের কারখানায় ঢোকান জানে আলম মোল্লা। সেখানে তাঁদের খুন করা হয়। এদিকে কারখানার সামনে বরুণ-মলয়ের বাইক দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা জানে আলমকে জিজ্ঞাসা করলে সে জানায়, কারখানার ভিতরে বসে বরুণ আর মলয় মদ্যপান করছে। কিন্তু জানে আলমের কথা বিশ্বাস হয়নি স্থানীয়দের। কারখানার দরজা ঠেলতেই তারা দেখে, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। অভিযোগ, প্রথমে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে দু’জনকে খুন করে পিঠটান দেয় দুষ্কৃতীরা।

এর পরই জানে আলমের গ্রেপ্তারির দাবিতে সরব হয় জনতা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুড়িয়ে দেওয়া হয় গাড়িও। এই ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত জানে আলম মোল্লা।

জানা গেছে যে পুলিস এখনও কাউকে গ্রেফতা করেনি। যে দুটি গাড়িতে আগুন লাগানো হয়েছে সেগুলি নেভানোর কাজ চলছে এই মুহূর্তে। পাশাপাশি মৃতদেহ দুটি উদ্ধার করে ডায়মন্ড হারবারে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিসের আধিকারিকরা। পুলিসের সামনেই বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর