রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি! এপ্রিলের শেষে নবান্ন অভিযান বিজেপির - Bangla Hunt

রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি! এপ্রিলের শেষে নবান্ন অভিযান বিজেপির

By Bangla Hunt Desk - March 31, 2022

রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটাই অভিযোগ তুলে এপ্রিলের শেষে নবান্ন অভিযান করতে চলেছে বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর। সম্প্রতি বগটুইয়ের ঘটনার প্রতিবাদে চলতি সপ্তাহের গত সোমবার কলকাতায় মিছিল করে রাজ্য বিজেপি। সেই মিছিল থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে খুব শীঘ্রই নবান্ন অভিযান করবে রাজ্যের পদ্মশিবির। দ্রুত এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

জানা গিয়েছে, এপ্রিলের শেষে নবান্ন অভিযান করবে বিজেপি। সূত্রের মতে, কর্মসূচির জন্য এপিলের ২২ এবং ২৩ তারিখ নিয়ে আলোচনা হচ্ছে। খুব শীঘ্রই দিনখন পাকা করে বিজেপির তরফে জানানো হবে। রাজ্য বিজেপির এক নেতা জানিয়েছেন, এপ্রিলের শেষেই হচ্ছে এটা নিশ্চিত। দুটো তারিখ নিয়ে শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্যে ঘটে গিয়েছে একাধিক অপ্রীতিকর ঘটনা। ঝালদায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে কংগ্রেস কাউন্সিলরের। ২৪ ঘণ্টা পেরনোর আগেই গুলি করে খুন করা হয় পানিহাটির তৃণমূল কাউন্সিলর। তারপর রামপুরহাটে ঘটে গিয়েছে মারাত্মক ঘটনা। প্রাণ হারিয়েছেন ৯ জন। সব মিলিয়ে উত্তেজনার পরিবেশ। পরিস্থিতি মোকাবিলার সবরকম চেষ্টা করছে সরকার। এদিকে বিজেপির তরফে বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে রাজ্যকে।  

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর