নিউজ ডেস্ক: হিজাব মাললায় রায়দানের পর প্রধান বিচারপতিকে প্রাননাশের হুমকি! এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। তাঁর দাবি, তামিলনাড়ুর মাদুরাই জেলায় এক জনসভায় এক ব্যক্তি বিচারপতিকে খুনের হুমকি দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই হুমকি। এর পরই তড়িঘড়ি প্রধান বিচারপতি-সহ ৩ বিচারপতিকেই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকার।
আরো পড়ুন- নেশার ঘোরে গানের তালে নাচতে নাচতে নিজের বুকেই ছুরি! তার পরেই মৃত্যু
অভিযোগকারী আইনজীবী উমাপথি এস জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে তিনি একটি ভিডিও মেসেজ পেয়েছেন। যেখানে হাই কোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ আবস্তিকে সরাসরি খুনের হুমকি দেওয়া হয়েছে। ওই আইনজীবী জানিয়েছেন, “ভিডিওটি পেয়ে আমি চমকে উঠেছিলাম। তাই সঙ্গে সঙ্গে আমি পুরো ঘটনাটা হাই কোর্টের রেজিস্ট্রারকে জানাই।”
লিখিত অভিযোগে উমাপথি এস জানিয়েছেন, সকাল পৌনে ন’টা নাগাদ আমি হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পাই। আমার এক পরিচিত সেটা পাঠিয়েছিল। যেখানে তামিল ভাষায় কর্ণাটক হাই কোর্টের প্রধান বিচারপতিকে খুনের কথা বলা হচ্ছে। হিজাব বিতর্কে রায় দেওয়ার জেরে এই হুমকি।” তিনি আরও জানিয়েছেন, তামিলনাড়ুর মাদুরাই জেলার জনসভায় দাঁড়িয়ে এই হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তার হুমকিতে ঝাড়খণ্ডের বিচারপতির মৃত্যুর কথাও উঠে এসেছে। কিছুদিন আগে হাঁটতে বেরিয়ে ঝাড়খণ্ডে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক বিচারপতির। সেই ঘটনার উল্লেখ করে ওই বক্তার হুঁশিয়ারি, “হাই কোর্টের প্রধান বিচারপতি কোথায় প্রাতঃভ্রমণ করতে যান, তা আমি জানি।”
প্রসঙ্গত, জানুয়ারি মাসের গোড়ায় কর্ণাটকের উডুপিতে ওই প্রি-ইউনিভার্সিটিতে আলিয়া-সহ ছ’ জন হিজাব পরিহিত ছাত্রীকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক রঘুপতি ভট্ট স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবেন না। প্রতিবাদে সরব হন আলিয়া-সহ কয়েকজন ছাত্রী। সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। মামলা হয় হাই কোর্টেও। হিন্দুত্ববাদী সংগঠনের তরফে আলিয়া এবং তাঁর কয়েকজন সহপাঠীকে ‘মৌলবাদী’ হিসাবে চিহ্নিত করা হয়। এর পরই কর্ণাটক হাই কোর্টের তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দেয়, “হিজাব ইসলামে বাধ্যতামূলক নয়।” আর শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা বহাল রাখেন বিচারপতিরা। এর পরই মৌলবাদীদের হুমকির মুখে পড়তে হল বিচারপতিদের।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!