BigBreaking: পানিহাটিতে কুপিয়ে খুন! একসপ্তাহ আগেই খুন হয়েছিল কাউন্সিলার - Bangla Hunt

BigBreaking: পানিহাটিতে কুপিয়ে খুন! একসপ্তাহ আগেই খুন হয়েছিল কাউন্সিলার

By Bangla Hunt Desk - March 19, 2022

বাংলাহান্ট ডেস্কঃ পানিহাটিতে কুপিয়ে খুন। কিছুদিন আগে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলার। এবার আরও একবার খুনের ঘটনা ঘটলো পানিহাটিতে। এবার জানা যাচ্ছে পানিহাটির ৭ নম্বর ওয়ার্ডে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এক ব্যক্তি কে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।

আরো পড়ুন- হোলিতে রং খেলাকে কেন্দ্র করে বোমাবাজিতে উত্তপ্ত টিটাগড়! জখম ৩

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি ৭ নম্বর ওয়ার্ড আগরপাড়া নয়াবস্তি, এখানে শেখ আরমান (৩৫) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির জনৈক ছানা নামে ব্যাক্তির দিকে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই এলাকারই বাসিন্দা।

জানা গিয়েছে, ছানা নামক ব্যক্তির বাবা উজিরকে খুন করার অভিযোগে শেখ আরমানের জেল হয়। ১৫ দিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছিল। তারপর থেকেই আরমানকে খুন করার হুমকি দেওয়া হচ্ছিল।

এদিন আগরপাড়া নয়াবস্তি মৌলানা সেলিম রোড এলাকায় আরমানকে ডেকে এনে খুন করে ছানা, এমনটাই অভিযোগ আরমানের মাসির।

গত ১৩ মার্চ মাথায় গুলি লেগে মৃত্যু হয় পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতার মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বেসরকারি একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি।

সুপারি কিলারকে বরাত দিয়েই ওই খুন করানো হয়েছিল বলে খবর। পুলিশ সূত্রে খবর, পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনুপম দত্তকে খুন করার জন্য শম্ভুনাথ পণ্ডিতকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। অনুপম দত্ত খুনের মূল অভিযুক্ত শ্যুটার শম্ভুনাথ পণ্ডিতের বাড়ি নদিয়ার হরিণঘাটা এলাকায়। রবিবার মাঝরাতে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। এবার শম্ভুনাথকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে থাকা এই ঘটনায় অন্যান্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিনই শম্ভুনাথকে ব্যারাকপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে খড়দহ থানার পুলিশ।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর