যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে কোনমতে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছেন পড়ুয়ারা। এদের মধ্যে ছিলেন কয়েকজন কর্মরত তরুণও। তাদের ভবিষ্যতের সব সমস্যার সমাধানে হাত বাড়িয়ে ছিলেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, তাঁদের সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তারি পড়ুয়াদের রাজ্যে পড়ার বিষয়ে মেডিক্যাল (Medical) কমিশনকে চিঠি দেবে রাজ্য। দ্রুত সেই চিঠি পাঠানোর নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগে আপ্লুত পড়ুয়ারা। তাঁরা জানান, বাংলাই প্রথম রাজ্য যারা ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করে ফেরানোর বিষয়ে তৎপর হয়।
একনজরে দেখে নিন কী কী সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী:
• ইউক্রেন ফেরত ডাক্তারি ছাত্রদের রাজ্যে ইন্টার্ন করার সুযোগ দেওয়া হবে।
• চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বছরের পড়ুয়াদের এখানে পড়ার জন্য মেডিক্যাল কাউন্সিলকে চিঠি।
• যারা প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র, তাঁরা যদি ইউক্রেনেই পড়তে চান তাহলে, তাঁদের অনলাইন লেখাপড়ার ব্যবস্থা করা যেতে পারে। প্র্যাকটিকাল ক্লাস রাজ্যেই করতে পারবেন পড়ুয়ারা।
• দ্বিতীয় ও তৃতীয় বছরের পড়ুয়াদের মেডিক্যাল কমিশন অনুমতি দিলে প্রাইভেট কলেজে ভর্তির ব্যবস্থা করা হবে।
• ফার্স্ট ইয়ারে যাঁরা পড়া শুরু করতে চান, তাঁদের প্রাইভেট মেডিক্যাল কলেজগুলিতে রাজ্যের কোটার এক তৃতীয়াংশ আসনে সরকারি রেটে ভর্তি নিতে হবে।
• সরকার থেকে অর্ধেক স্কলারশিপ হিসেবে দেবে। আর অর্ধেক দিতে হবে পড়ুয়াদের। মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই এদের অনেক টাকা খরচ হচ্ছে। এটা special case। যুদ্ধকালীন স্পেশাল কেস।“
• ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের এ রাজ্যের বিভিন্ন কলেজে পড়ানোর ব্যবস্থা করা হবে।
• স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ইউক্রেন ফেরৎ পড়ুয়াদের সামিল করার উদ্যোগ।
মমতা বলেন, একটু সময় লাগতে পারে। কিন্তু সরকার আপনাদের পাশে থাকবে। স্বাস্থ্য সচিবকে তিনি নির্দেশ দেন, স্বাস্থ্য কমিশনকে হাতে হাতে চিঠি দিতে। সংখ্যালঘু উন্নয়নের সচিব পি বি সেলিমকে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগের দ্বায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। অপারেশন গঙ্গা- মাধ্যমে ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয়কে ধাপে ধাপে দেশে ফেরানো হয়েছে। এরপর দিল্লি থেকে বিনা খরচে বাংলায় পড়ুয়াদের ফিরিয়েছে রাজ্য় সরকার। ১১ জন ইনটার্ন-সহ ৩৯১ জন মেডিক্যাল পড়ুয়া ফিরেছেন। তাঁদের সঙ্গেই ফিরেছেন তিন তরুণ। তাঁরা সেখানে কর্মসূত্র গিয়েছিলেন। কাজ হারানো সেই তরুণদেরও পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী উদ্যোগে আপ্লুত পড়ুয়ারা। তাঁরা কথা দেন, ভালো ডাক্তার হয়ে মুখ্যমন্ত্রীর এই সাহায্যের প্রতিদান দেবেন।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!