

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে কোনমতে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছেন পড়ুয়ারা। এদের মধ্যে ছিলেন কয়েকজন কর্মরত তরুণও। তাদের ভবিষ্যতের সব সমস্যার সমাধানে হাত বাড়িয়ে ছিলেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, তাঁদের সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তারি পড়ুয়াদের রাজ্যে পড়ার বিষয়ে মেডিক্যাল (Medical) কমিশনকে চিঠি দেবে রাজ্য। দ্রুত সেই চিঠি পাঠানোর নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগে আপ্লুত পড়ুয়ারা। তাঁরা জানান, বাংলাই প্রথম রাজ্য যারা ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করে ফেরানোর বিষয়ে তৎপর হয়।
একনজরে দেখে নিন কী কী সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী:
• ইউক্রেন ফেরত ডাক্তারি ছাত্রদের রাজ্যে ইন্টার্ন করার সুযোগ দেওয়া হবে।
• চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বছরের পড়ুয়াদের এখানে পড়ার জন্য মেডিক্যাল কাউন্সিলকে চিঠি।
• যারা প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র, তাঁরা যদি ইউক্রেনেই পড়তে চান তাহলে, তাঁদের অনলাইন লেখাপড়ার ব্যবস্থা করা যেতে পারে। প্র্যাকটিকাল ক্লাস রাজ্যেই করতে পারবেন পড়ুয়ারা।
• দ্বিতীয় ও তৃতীয় বছরের পড়ুয়াদের মেডিক্যাল কমিশন অনুমতি দিলে প্রাইভেট কলেজে ভর্তির ব্যবস্থা করা হবে।
• ফার্স্ট ইয়ারে যাঁরা পড়া শুরু করতে চান, তাঁদের প্রাইভেট মেডিক্যাল কলেজগুলিতে রাজ্যের কোটার এক তৃতীয়াংশ আসনে সরকারি রেটে ভর্তি নিতে হবে।
• সরকার থেকে অর্ধেক স্কলারশিপ হিসেবে দেবে। আর অর্ধেক দিতে হবে পড়ুয়াদের। মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই এদের অনেক টাকা খরচ হচ্ছে। এটা special case। যুদ্ধকালীন স্পেশাল কেস।“
• ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের এ রাজ্যের বিভিন্ন কলেজে পড়ানোর ব্যবস্থা করা হবে।
• স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ইউক্রেন ফেরৎ পড়ুয়াদের সামিল করার উদ্যোগ।
মমতা বলেন, একটু সময় লাগতে পারে। কিন্তু সরকার আপনাদের পাশে থাকবে। স্বাস্থ্য সচিবকে তিনি নির্দেশ দেন, স্বাস্থ্য কমিশনকে হাতে হাতে চিঠি দিতে। সংখ্যালঘু উন্নয়নের সচিব পি বি সেলিমকে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগের দ্বায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। অপারেশন গঙ্গা- মাধ্যমে ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয়কে ধাপে ধাপে দেশে ফেরানো হয়েছে। এরপর দিল্লি থেকে বিনা খরচে বাংলায় পড়ুয়াদের ফিরিয়েছে রাজ্য় সরকার। ১১ জন ইনটার্ন-সহ ৩৯১ জন মেডিক্যাল পড়ুয়া ফিরেছেন। তাঁদের সঙ্গেই ফিরেছেন তিন তরুণ। তাঁরা সেখানে কর্মসূত্র গিয়েছিলেন। কাজ হারানো সেই তরুণদেরও পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী উদ্যোগে আপ্লুত পড়ুয়ারা। তাঁরা কথা দেন, ভালো ডাক্তার হয়ে মুখ্যমন্ত্রীর এই সাহায্যের প্রতিদান দেবেন।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স