নন্দীগ্রামে কায়দা করে জিতেছে শুভেন্দু! তৃণমূলে এসেই বিস্ফোরক জয়প্রকাশ - Bangla Hunt

নন্দীগ্রামে কায়দা করে জিতেছে শুভেন্দু! তৃণমূলে এসেই বিস্ফোরক জয়প্রকাশ

By Bangla Hunt Desk - March 13, 2022

বাংলাহান্ট ডেক্সঃ সদ্য তৃণমূলে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার। আর তারপরই বিজেপি সম্পর্কে একের পর এক হাটে হাঁড়ি ভাঙা শুরু করেছেন তিনি। এবার নন্দীগ্রামের ভোট নিয়ে কার্যত বোমা ফাটালেন তিনি। কার্যত শুভেন্দু অধিকারী সম্পর্কে গোপন কথা ফাঁস করলেন তিনি। তার দাবি, “নন্দীগ্রামে কায়দা করে জিতেছে শুভেন্দু!

আরো পড়ুন- বন্দুক হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! বিতর্কে তৃণমূলের যুব নেতা

দীর্ঘ বিদ্রোহপর্ব কাটিয়ে চলতি সপ্তাহেই তৃণমূলে যোগদান করেন জয়প্রকাশ। সেই নিয়ে বিজেপি-র তরফে যখন চাঁচাছোলা আক্রমণ দেয়ে আসছে, সেই সময়ই এমন বিস্ফোরক দাবি করলেন জয়প্রকাশ। তবে তিনি একা নন, তৃণমূল থেকে বিজেপি হয়ে ফের তৃণমূলে এসে ওঠা রাজ্যএর প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও একই দাবি করেছেন।

তৃণমূলে যোগ দিয়েই রাজ্যে দলের সহ-সভাপতির পদ পেয়ে গিয়েছেন জয়প্রকাশ। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই শনিবার সংবাদমাধ্যমে নন্দীগ্রামের ভোট নিয়ে কার্যত বোমা ফাটালেন তিনি।

তাঁর কথায়, ‘ ২০২১ সালের ২রা মে বিকেল ৫টার সময় বিজেপির হেস্টিংসের রাজ্য দফতর থেকে নির্বাচনের ফলাফলের উপরে আমিই সাংবাদিক বৈঠক করেছিলাম। আমি বলেছিলাম, নন্দীগ্রামে মাননীয়া জিতেছেন, তাঁকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের শুভেন্দু অধিকারী হেরে গিয়েছেন। কারণ বিকেল ৫টায় সেই খবরই ছিল।’

জয়প্রকাশ বলেন’ যখন ফলাফল উলটে যায় তার পরবর্তী ক্ষেত্রে আমি শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা খবর পেলাম, সাংবাদিক বৈঠক করে বললাম, আপনি হেরে গিয়েছেন। তারপর আপনি জিতে গেলেন? সেই সময় উনি এক রহস্য়ময় হাসি হেসে আমাকে বলেছিলেন, জয়প্রকাশ দা অনেক কায়দা করতে হয়েছে।’ যখন শুভেন্দু বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে জানলাম, আমি মিটিংয়ে ছিলাম। দিলীপবাবুর অনীহা ছিল শুভেন্দুবাবুর যোগদানে। ওই সময় শুভেন্দুবাবুর বিরুদ্ধে নানা কেস অন্তরালে পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হল। আমি দেখিয়েছিলাম, নারদা নিয়ে শুভেন্দুর ভিডিও। জিজ্ঞাসা করেছিলাম বিজেপিতে আসার কারণ। তখন বলা হয়, নিজেকে বাঁচাতে বিজেপিতে আসতে হচ্ছে। তারপর উনি সনাতনী বিজেপি হয়ে উঠলেন। কেন্দ্রীয় তদন্তের হাত থেকে বাঁচব – এটাই তাঁর উদ্দেশ্য ছিল।

এদিকে বিজেপি অবশ্য তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশের বক্তব্যকে আমল দিতে চায়নি । এদিকে এবার নন্দীগ্রামে খোদ মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের লড়াইতে নেমেছিলেন শুভেন্দু। ভোটের ফলাফল ঘোষণার দিন সংবাদ সংস্থা সূত্রে খবর মিলেছিল পরাজিত হয়েছেন শুভেন্দু। পরে অবশ্য় জানা যায়, জিতে গিয়েছেন তিনি। এবার সেই প্রসঙ্গ উসকে দিলেন জয়প্রকাশ, রাজীব।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর