

কলকাতাঃ ২ মে তৃণমূলের(TMC) নতুন সরকারের বর্ষপূর্তি। ৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (MamataBanerjee)। এই দিনকে সামনে রেখে মঙ্গলবার দলের সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মসূচি বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। ঘোষণা করে দিলেন, ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত ব্লকে ব্লকে জনসংযোগ যাত্রা পালন করবেন দলীয় নেতা-কর্মীরা।
আরো পড়ুন- জয়প্রকাশ তৃণমূলে, একটা কীটাণু খসে যাওয়ায় বিজেপির শক্তি একটু বাড়ল, টুইটে তোপ তথাগতর
এদিনের সাংগঠনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর ২ মে নতুন সরকারের এক বছর। ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত হবে জনসংযোগ।” অবশ্য ২ মে থেকে এই কর্মসূচি শুরু করার কথা থাকলেও ঈদ উপলক্ষে তা ৩ দিন পিছিয়ে দেওয়া হয়। যদিও এটাই শেষ নয়। মুখ্যমন্ত্রী আরও জানান, মোট তিন দফায় হবে এই জনসংযোগ কর্মসূচি। ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত হবে প্রথম দফার জনসংযোগ কর্মসূচি। এরপর ২১ জুলাই থেকে পুজো পর্যন্ত হবে দ্বিতীয় দফার জনসংযোগ। এবং তৃতীয় পর্যায়ে তা শুরু হবে দিপাবলীর পর থেকে। এ প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “নির্বাচনে জিতে ভুলে যাবেন না, সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। সময় নষ্ট করার সময় নেই। ট্রেডমিলে হাঁটার চেয়ে এলাকায় ঘুরে ঘাম ঝরান। শরীর নাড়াতে হবে।”
পাশাপাশি বিধানসভা অধিবেশন এ সকল বিধায়ককে নিয়ম করে প্রতিদিন উপস্থিত থাকতে হবে বলেও এদিন কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, “এসে সই করলাম এবং বেরোনোর সময় সই করলাম, এটা চলবে না। স্কুল-কলেজের মত নিয়ম মেনে পুরো সময় বিধানসভায় থাকতে হবে। বিধানসভা চলাকালীন মাঝে বাইরে কোথাও কোন প্রোগ্রাম রাখা যাবে না।” অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকা যাবে না, বলেও এদিন স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স