তৃণমূলের রাজ্যস্তরে বড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী! কে কোন দায়িত্ব পেলেন এক নজরে দেখে নিন - Bangla Hunt

তৃণমূলের রাজ্যস্তরে বড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী! কে কোন দায়িত্ব পেলেন এক নজরে দেখে নিন

By Bangla Hunt Desk - March 08, 2022

বাংলাহান্ট ডেক্সঃ তৃণমূলের রাজ্যস্তরে বড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী। আজ নজরুল মঞ্চে তৃণমুলের রাজ্যস্তরের বৈঠক হয় সেখানে বড় রদবদল করেন মুখ্যমন্ত্রী ।  পরিবহণের পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয় ফিরহাদ হাকিমের হাতে। অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়  চন্দ্রিমা ভট্টাচার্যকে। এছাড়া দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু দায়িত্ব দলীয় নেতা-নেত্রীদের মধ্যে ভাগ করে দেন। তিনি জানান –

আরো পড়ুন- বদলে গেল উচ্চ মাধ্যমিকের সূচি, দেখুন উচ্চমাধ্যমিকের নতুন দিনক্ষণ

সুব্রত বক্সী, সৌগত রায় , শোভনদেব চট্টোপাধ্যায় , ব্রাত্য বসুন, শতাব্দী রায়, মানস ভুঁইয়াকে  রাজ্য কমিটির সহ সভাপতি পদে রাখার ঘোষণা করা হয়।

দেব, ডেরেক ও’ব্রায়েন, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেও রাজ্য কমিটির সহ-সভাপতি করা হল বৈঠকে।

অন্যদিকে ফিরহাদ হাকিম , কুণাল ঘোষ , অর্পিতা ঘোষ , মনোরঞ্জন ব্যাপারিরাকে সাধারণ সম্পাদক করা হয়।

সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান করা হল রাজ চক্রবর্তীকে।

উত্তর কলকাতার দায়িত্ব পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ।

পূর্ব মেদিনীপুরে দলের দায়িত্ব পেলেন সৌমেন মহাপাত্র ।

কৃষ্ণনগরের দায়িত্বে কল্লোল খান ।

সেইসঙ্গে বিধায়কদের কড়া বার্তা দিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  বিধানসভায় নিয়মিত বিধায়কদের আসতে হবে। অনুমতি না নিয়ে অনুপস্থিত হওয়া যাবে না।

সুদীপ বন্দ্যোপাধ্যায়,  অরূপ বিশ্বাস,  ডেরেক ওব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষদের নিয়ে মিডিয়া কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে বেসুরোদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাম-বাম-শ্যাম মিলে মিটিং করছে, কী করে সব বন্ধ করা যায়, বিকল্প তৈরি করতে হবে, মুখে বললে হবে না’

উত্তর-পূর্বের দায়িত্বে রাখা হল মানস ভুঁইয়াকে।  সঙ্গে থাকবেন সব্যসাচী দত্ত।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর