বদলে গেল উচ্চ মাধ্যমিকের সূচি, দেখুন উচ্চমাধ্যমিকের নতুন দিনক্ষণ - Bangla Hunt

বদলে গেল উচ্চ মাধ্যমিকের সূচি, দেখুন উচ্চমাধ্যমিকের নতুন দিনক্ষণ

By Bangla Hunt Desk - March 08, 2022

বাংলাহান্ট ডেক্সঃ বদলে গেল উচ্চ মাধ্যমিকের সূচি। ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনে কিছু পরিবর্তন করা হলো। গত নভেম্বর মাসে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ দিনক্ষণ প্রকাশ করা হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছিলেন। কিন্তু বিশেষ এক কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন করা হল।

আরো পড়ুন- হেরেও লজ্জা নেই বিজেপির! বিধানসভায় পদ্ম-বিক্ষোভ প্রসঙ্গে তোপ মুখ্যমন্ত্রীর

জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল করতে হয়েছে, এমনটাই জানানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। পরীক্ষার সূচি পরিবর্তন করার পর সোমবার নতুন সূচি প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষার সূচি বদল হতে পারে এই বিষয়ে আগেই তিনি আভাস দিয়েছিলেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ করার পাশাপাশি তিনি এই বিষয়ে কেন্দ্রীয় সংস্থার (এনটিএ) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, কথা না বলেই জেইই মেন পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

বদল হওয়া সূচি অনুযায়ী ১৩ এপ্রিল যে সকল পরীক্ষা হওয়ার কথা ছিল অর্থাৎ কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিওলজি, এই পরীক্ষাগুলি হবে ১৮ এপ্রিল।

কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউিকেশন, সংস্কৃত, পারসি, আরবি, ফরাসি ভাষার পরীক্ষা হওয়ার কথা ছিল ১৬ এপ্রিল। এই পরীক্ষাগুলি নেওয়া হবে ১৩ এপ্রিল।
স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা হওয়ার কথা ছিল ১৮ এপ্রিল। এই সকল পরীক্ষা নেওয়া হবে ২৫ এপ্রিল।

অর্থনীতি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। এই বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ২৬ এপ্রিল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর