হেরেও লজ্জা নেই বিজেপির! বিধানসভায় পদ্ম-বিক্ষোভ প্রসঙ্গে তোপ মুখ্যমন্ত্রীর - Bangla Hunt

হেরেও লজ্জা নেই বিজেপির! বিধানসভায় পদ্ম-বিক্ষোভ প্রসঙ্গে তোপ মুখ্যমন্ত্রীর

By Bangla Hunt Desk - March 08, 2022

বাংলাহান্ট ডেক্সঃ সোমবার সকাল থেকেই উত্তপ্ত ছিল বিধানসভা। বাজেট অধিবেশনে রাজ্যপালের জগদীপ ধনখড়ের ভাষণ শুরুর আগেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। বিষয়টি নিয়ে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বিধানসভায়। নজিরবিহীন ঘটনা বলে অ্যাখ্যা দেন স্পিকার। এই আবহে রাজ্যপালের ভাষণ শেষে বিধানসভা থেকে বেরিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এরকমটা আগে দেখিনি। বিজেপি আজ যা করেছে, সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। আমাদের কথায় এটা বিজেপির পরিকল্পিত বিক্ষোভ। হেরেও ওদের লজ্জা নেই।”

আরো পড়ুন- বঙ্গ বিজেপিতে ডামাডোল! দলের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে লকেট, অস্বস্তিতে রাজ্য বিজেপি

এখানেই না থেমে মমতা আরও বলেন, রাজ্যপাল ভাষণ না দিয়ে উঠে যাচ্ছিলেন। তৃণমূল বিধায়করা ওনাকে বার বার অনুরোধ করেছে। আমি নিজে হাত জোড় করে অনুরোধ করি ভাষণ শেষ করার জন্য। রাজ্যপাল আমাদের অনুরোধ রেখেছেন ওনাকে ধন্যবাদ। এদিন অধিবেশন শেষে মুখ্যমন্ত্রী রাজভবনেও যান রাজ্যপালকে ধন্যবাদ জানাতে।

সোমবার বিধানসভার শুরু থেকেই রাজ্যপালের ভাষণের বক্তব্যের বিষয় নিয়ে বিরোধিতা জানিয়ে বিক্ষোভ শুরু করেন পদ্ম বিধায়করা। তাঁদের বিক্ষোভের জেরে রাজ্যপাল ভাষণ না পড়েই বেরিয়ে যেতে চান। পরে স্পিকার এবং মুখ্যমন্ত্রীর অনুরোধ তিনি ভাষণের দু’লাইন পাঠ করেন।

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ শাসক দলের একাধিক মহিলা বিধায়ক রাজ্যপালকে হেনস্থা করেছেন। অধিবেশন শেষে এই ঘটনার প্রতিবাদে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন বিজেপি বিধায়কেরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর