বৌমা মাধ্যমিক পরীক্ষা দেবে শুনে শ্বশুরবাড়ির বাধা! প্রশাসনের তৎপরতায় খুলল দরজা - Bangla Hunt

বৌমা মাধ্যমিক পরীক্ষা দেবে শুনে শ্বশুরবাড়ির বাধা! প্রশাসনের তৎপরতায় খুলল দরজা

By Bangla Hunt Desk - March 07, 2022

বাংলাহান্ট ডেক্সঃ বৌমা মাধ্যমিক পরীক্ষা দেবে শুনে শ্বশুরবাড়ির বাধা! শেষে পুলিশের সহায়তায় সেই বাধা অগ্রাহ্য করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেন পরীক্ষার্থী। সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে এমনটাই ঘটেছে নদিয়ার তেহট্টের মুরুটিয়ায়।

আরো পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় ‘আত্মঘাতী’ ছাত্রী

জানা গিয়েছে, কিশোরীর নাম রানিমা খাতুন, বাড়ি মুরুটিয়ায়। তার বিয়ে হয়েছে ওই এলাকারই যুবক সাহারুল শেখের সঙ্গে। রানিমা এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু সোমবার পরীক্ষা শুরুর দিনেই ঘটে বিপত্তি। রানিমার অভিযোগ, সে যখন স্কুলপোশাক পরে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হচ্ছিল তখন তাকে বাধা দেন তার স্বামী সাহারুল এবং তার শ্বশুর নজরুল শেখ।

রানিমার বক্তব্য, লকডাউন পরিস্থিতি থাকায় তাকে স্কুলে যেতে হয়নি। ফলে তার শ্বশুরবাড়ির লোকজনও টেরও পাননি সে এ বারের মাধ্যমিক দেবে। স্ত্রীর পরীক্ষার কথা জানার পর সাহারুল বলেন, ‘‘বাড়ির বউ সংসার করবে। পরিবারের বউয়ের পড়াশোনার কোনও সুযোগ নেই।’’

কিন্তু সাহস হারায়নি রানিমা। শেষে বিষয়টি হোয়াটস্‌অ্যাপে মেসেজ করে মুরুটিয়া থানা এবং নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহাকে জানায় সে। তার অভিযোগ পেয়ে তৎপর হয় প্রশাসন। বিষয়টি জানানো হয় স্কুল পরিদর্শক, পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ এবং রানিমার স্কুলের প্রধানশিক্ষককে।

এরপর প্রশাসনের তৎপরতায় রানিমাকে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে গুয়াবাড়ি হাই স্কুলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয় মুরুটিয়া থানার পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর