বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় 'আত্মঘাতী' ছাত্রী - Bangla Hunt

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় ‘আত্মঘাতী’ ছাত্রী

By Bangla Hunt Desk - March 07, 2022

বাংলাহান্ট ডেক্সঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজছাত্রীকে দিনের পর দিন সহবাস করত প্রেমিক। শেষে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা প্রথম বর্ষের ওই ছাত্রী। এর পর আত্মঘাতী ছাত্রীর পরিজনেরা ওই ‘প্রেমিক’ যুবকের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। রবিবার রাতের ওই ঘটনার জেরে বনগাঁর ছয়ঘরিয়া ফুলতলা এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম রিয়া দাস (১৯)। শনিবার কৃষ্ণনগর আত্মহত্যা করে রিয়া। ঘটনায় অভিযোগ উঠেছে ছয়ঘরিয়া ফুলতলা এলাকার যুবক সুরজ বিশ্বাসের বিরুদ্ধে। রবিবার রাতে রিয়ার মৃতদেহ নিয়ে সুরজের বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তার পরিবারের সদস্যরা ৷ খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে৷

অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার রিয়ার সঙ্গে সহবাস করেন সুজয়। কিন্তু শেষ পর্যন্ত রিয়াকে বিয়ে করতে রাজি হননি তিনি। অপমানিত রিয়া শনিবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর মা কর্মসূত্রে নদিয়ার কৃষ্ণনগরে থাকেন। সেখানেই আত্মহত্যা করেন রিয়া। তার আগে নেটমাধ্যমে ছবিও পোস্ট করেন তিনি।

রবিবার সন্ধ্যায় অভিযুক্ত সুরজের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন মৃত ছাত্রীর পরিবারের সদস্যেরা। ঘটনার জেরে ছয়ঘরিয়া ফুলতলা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ রাতেই পৌঁছয় ঘটনাস্থলে। পুলিশ জানিয়েছে, সুরজের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর