কল্যাণী জেএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন - Bangla Hunt

কল্যাণী জেএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন

By Bangla Hunt Desk - February 01, 2022

নিউজ ডেক্সঃ কল্যাণী জেএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন। এদিন রাত ৯ টা ১৫ নাগাদ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন একজন রোগী। আগুন লাগার পরেই তড়িঘড়ি বের করে আনা হয় রোগীকে। কীভাবে হাসপাতালে আগুন লাগলো? এখনও তা জানা যায়নি।

আরো পড়ুন- ইল শিকার করেতে গিয়ে লাগল ৬০০ ভোল্ট ! ছটফট করতে করতে কুমিরের মৃত্যু, ভাইরাল ভিডিও

ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে যায়। ঘটনাস্থলে পৌছায় কল্যানী থানা পুলিশও। সাময়িকভাবে কিছুটা ব্যাহত হয়েছে পরিষেবা। বন্ধ জরুরি পরিষেবাও। সাময়িক ভাবে বিদ্যুৎহীন হয় হাসপাতালের জরুরি বিভাগ সহ একাংশ। পরে অবশ্য বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়।

এবিষয়ে হাসপাতালের সুপার জানান, “আইসোলেশন ওয়ার্ডে একজনই রোগী ছিলেন। ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এখনই বলা যাচ্ছে না কীভাবে আগুল লাগল। অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন। সুরক্ষার্থে একটা অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর