

বাংলাহান্ট ডেক্সঃ উত্তর ২৪ পরগনার হালিশহরে আচমকা বোমা ফেটে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর। বৃহস্পতিবার হালিশহরের কোনা মোড়ের জগন্নাথ ঘাটের সামনে খেলছিল কয়েক জন শিশু। শিশুদের খেলার সময় আচমকা কানফাটানো শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের (Blast) খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নৈহাটি থানার পুলিশ। রাতের দিকে এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিট্ট জয়সোয়াল ও তার একজন সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে আড়াই ফুট গভীর গর্ত তৈরি হয়েছে ঘটনাস্থলে। কীভাবে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে বিস্ফোরণস্থলের আশেপাশে ঘিরে ফেলা হয়েছে। ঘটনায় পর থেকেই দু’জন কিশোর নিখোঁজ বলেই দাবি স্থানীয়দের। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে যান বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ অন্যান্য আধিকারিকেরা।
আরো পড়ুন- ‘স্বদেশে থেকে বিদেশি হব কেন? অধিকার রক্ষায় মাতুয়াদের একজোট হওয়ার আহ্বান শান্তুনুর
পুলিশ সূত্রে খবর, গঙ্গার পাড়ে মজুত থাকা বোমা আচমকা ফেটেই দুর্ঘটনা ঘটেছে। সেখানে দীর্ঘ সময় ধরেই বোমা মজুত করত দুষ্কৃতীরা। বাচ্চারা ওই এলাকায় খেলতে গেলে বিস্ফোরণ ঘটে। সেসময় গঙ্গার ধারে ৩ থেকে ৪ জন জখম হয়েছে। প্রথমে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান। তারপর ঘটনাস্থলে যায় পুলিশ। হালিশহরের মতো এলাকায় গঙ্গার ধারে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে এলাকায়, তাই এমন নাশকতার ঘটনা।

এদিনের বিস্ফোরণ প্রসঙ্গে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, ‘‘বিজেপি সাংসদ অর্জুন সিং আশ্রিত দুষ্কৃতী বিট্টু জয়সওয়ালরা ওখানে বোমা মজুত করে রেখেছিল। সেখানেই এদিন বিস্ফোরণ হয়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরও দুজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” রাতের দিকে গ্রেপ্তার করা হয় বিট্টুকে।
দেখুন ভিডিও-

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স