কাঁকিনাড়ায় রেল অবরোধ, বিপাকে নিত্যযাত্রীরা, জুটমিল খোলার দাবিতে রেল অবরোধ করলেন শ্রমিকরা - Bangla Hunt

কাঁকিনাড়ায় রেল অবরোধ, বিপাকে নিত্যযাত্রীরা, জুটমিল খোলার দাবিতে রেল অবরোধ করলেন শ্রমিকরা

By Bangla Hunt Desk - January 27, 2022

নিউজ ডেস্ক: আচমকাই বন্ধ জুটমিল। প্রতিবাদে সাত সকালে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় (Kankinara) রেল অবরোধ করলেন জুটমিলের শ্রমিকরা। শিয়ালদহ মেন শাখায় বন্ধ ট্রেন চলাচল। অফিসযাত্রীরা বিপাকে পড়েছেন। হঠাৎ এই রেল অবরোধে বিপর্যন্ত হয়ে পড়েছে ট্রেন পরিষেবা। যা নিয়ে চর্চা তুঙ্গে।

আরো পড়ুন- সাতসকালে কোচবিহারে চিতাবাঘ! জারি হল ১৪৪ ধারা, হুলুস্থুল কোচবিহারে

ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে তাঁরা দেখেন কারখানার দরজা বন্ধ। দরজার বাইরে টাঙানো সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। শ্রমিকদের দাবি, পাটের জোগান না থাকায় উৎপাদন সম্ভব নয় বলেই নোটিসে উল্লেখ করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বেশি লাভের আশায় কারখানা কর্তৃপক্ষ কাঁচা পাট অন্যত্র চড়া দামে বিক্রি করছে বলেই দাবি শ্রমিকদের।  তাই উত্তেজিত হয়ে পড়েন সদ্য কর্মহীনরা।

কেন এই রেল অবরোধ?‌ এদিন বন্ধ মিল খোলার দাবি তুলে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেল অবরোধ করেন জুট মিল শ্রমিকরা। করোনাভাইরাস পরিস্থিতিতে এমনিতেই রুজি–রোজগারে টান পড়েছে। তার মধ্যে হঠাৎ স্থানীয় রিলায়্যান্স জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সংসাত চলবে কী করে?‌ বুঝতে পারছেন না শ্রমিকরা। তাই জুট মিল খোলার দাবিতে বিক্ষোভে দেখিয়ে রেল অবরোধ করেন এই শ্রমিকরা। বিক্ষোভের কারণে স্টেশনে আটকে রয়েছে নৈহাটি লোকাল।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর