INS Ranvir: ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজে বিস্ফোরণ, নিহত ৩ - Bangla Hunt

INS Ranvir: ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজে বিস্ফোরণ, নিহত ৩

By Bangla Hunt Desk - January 19, 2022

বাংলাহান্ট ডেক্সঃ ভারতীয় নৌসেনার একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণ। মঙ্গলবার সন্ধেয় এই বিস্ফোরণে তিন সেনার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরো ১১ জন। পূর্ব নৌসেনার কম্যান্ডের অধীনে ক্রস উপকূলে মোতায়েন ছিল আইএনএস রণবীর (INS Ranvir)। সেটি বন্দরে ফিরে আসার কথা ছিল। কী কারণে বিস্ফোরণ, তা জানতে ‘বোর্ড অব ইনকোয়ারি’র নির্দেশ দিয়েছে নৌসেনা।

আরো পড়ুন- Overloading of truck: ওভারলোডিং করলে আর ছাড় নেই! কড়া ব্যবস্থা অফিসারের বিরুদ্ধেও

নৌসেনা সূত্রে খবর, যুদ্ধজাহাজের ভিতরে কোনও একটি নির্দিষ্ট জায়গায় বিস্ফোরণ হয়েছে। সঙ্গে সঙ্গে জাহাজে থাকা নৌসেনার জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের পাঠানো হয় হাসপাতালে। বিস্ফোরণে জাহাজের বড় কোনও ক্ষতি হয়নি বলেই আপাতত খবর। এই জাহাজটি শীঘ্রই ফিরে আসত উপকূলে। তার আগেই বিস্ফোরণ। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে নৌসেনা।

ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস রণবীরে (INS Ranvir) বিস্ফোরণ।

আইএনএস রণবীর

আইএনএস রণবীর নৌসেনার রাজপুত শ্রেণির পাঁচ বিধ্বংসী জাহাজের মধ্যে চতুর্থতম। ১৯৮৬ সালের অক্টোবরে নৌসেনার অংশ হয়েছে এটি। আইএনএস রণবীরে থাকেন ৩০ আধিকারিক ও ৩১০ জন নাবিকের দল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর