একমাসেই মোহভঙ্গ! ঘাসফুল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক, জোর ধাক্কা তৃণমূলের - Bangla Hunt

একমাসেই মোহভঙ্গ! ঘাসফুল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক, জোর ধাক্কা তৃণমূলের

By Bangla Hunt Desk - January 17, 2022

বাংলাহান্ট ডেক্সঃ একমাসেই মোহভঙ্গ! এবার ঘাসফুল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লরেঙ্কো (Aleixo Reginaldo Lourenco) ৷ জোর ধাক্কা তৃণমূলের। আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি ৷ যদিও চিঠিতে দল ছাড়ার কোনও কারণ উল্লেখ করেননি লরেঙ্কো।

আরো পড়ুন- প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাঁওলি মিত্র, শোকস্তব্ধ বাংলা নাট্য জগৎ

কুর্তোরিমের প্রাক্তন বিধায়ক গোয়া প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন। গত 21 শে ডিসেম্বর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যাপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। এক মাসও গড়াল না৷ গোয়া বিধানসভা ভোটের আগে তৃণমূল ছাড়লেন তিনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি।

আরো পড়ুন- আপনার বাড়ির নিরাপত্তা রক্ষীর কাছে অভিযোগ জানিয়ে আসতে পারি, মহাসচিবকে তীব্র কটাক্ষ মদনের

লৌরিনকো তৃনমুল ছাড়া নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানা গিয়েছে এর পিছনে রয়েছেন বিজেপি থেকে কংগ্রেসে আসা মাইকেল লোবো ৷ গত 10 জানুয়ারি পদ্ম শিবিরের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসে নাম লেখান লোবো ৷ জানা গিয়েছে, কংগ্রেসে যোগ দিয়েই লৌরেনকার সঙ্গে যোগাযোগ করেন লোবো ৷ তাঁর আমন্ত্রণেই নাকি কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নেন অ্যালেইক্সো রেজিনাল্ডো লরেঙ্কো।

এদিকে, লরেন্সো দল ছাড়তেই তাঁকে কংগ্রেসে ফেরার প্রস্তাব দিয়েছেন বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগ দেওয়া মাইকেল লোবো। সূত্রের খবর, কংগ্রেসেই ফিরতে চলেছেন লরেন্সো। মাইকেল লোবো কালাঙ্গুটের প্রাক্তন বিজেপি বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তিনিই আবার লরেন্সোকে কংগ্রেসে আহ্বান জানিয়েছেন।

লরেন্সো প্রথম নন, গত কয়েক মাসে পর পর অনেক নেতা-বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর দল ছেড়েছেন। কেউ কেউ ধর্মে ধর্মে ভাগাভাগির রাজনীতির অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। লরেন্সো অবশ্য তৃণমূল ছাড়ার কোনও কারণ স্পষ্ট করেননি। তবে মনে করা হচ্ছে, কংগ্রেস থেকে ভাল প্রস্তাব পেয়েছেন বলে তৃণমূল ছেড়েছেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর